• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কোন মায়ায় তুমি বেঁধেছো প্রেমিকেরে? মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবীতে পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মানব বন্ধন অনুষ্ঠিত লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা   লৌহজংয়ে ভূমিহীন-গৃহহীন ৪৫ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর মাধবপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ইফতার”খাদ্য সামগ্রী বিতরণ লৌহজংয়ে দশ ট্রাক চায়না দুয়ারি আটক দৌলতখানে উঃ জয়নগর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ ফরিদগঞ্জে ৩১ পরিবার মুজিবর্ষের ঘর প্রদানের মধ্যে দিয়ে উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা ভোলা কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠিত লৌহজংয়ে ১৭ জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

অগ্রগামী দুঃস্থ মহিলা সংস্থার আয়োজনে নকশীকাঁথার প্রশিক্ষণ শেষে সনদ সেলাই উপকরণ বিতরণ-

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ১০২ জন পড়েছে
প্রকাশিত সময়: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

ডা. আজাদ খান,  স্টাফ রিপোর্টার,বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধে তৎপরতা ত্বরান্বিত করা র (Accelerating Action to End Child Marriage in Bangladesh) প্রত্যয় নিয়ে শহরের ফুলবাড়িয়া মুন্সিপাড়াস্হ অগ্রগামী দুঃস্থ মহিলা সংস্থা র ট্রেনিং রুমে ১৫ দিনব্যাপী নকশীকাঁথা প্রশিক্ষণের সমাপনী দিনে সনদ ও সেলাই উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে অগ্রগামী দুঃস্থ মহিলা সংস্থার সভানেত্রী, রাশিদা ফারুকী র সভাপতিত্বে, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) ‘র প্রধান নির্বাহী, মোহাম্মদ এনামুল হক এর সঞ্চালনায় উক্ত সমাপনী অনুষ্ঠানে আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, মেয়র, জামালপুর পৌরসভার প্রতিনিধি/প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলী আজাদ মোল্লা, কাউন্সিলর, ৭নং ওয়ার্ড, জামালপুর পৌরসভা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফিজা আক্তার, ফিল্ড ম্যানেজার (সিডব্লিউএফডি)। উক্ত প্রশিক্ষণের কারিগরি সহযোগিতা করেন- কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) এবং আর্থিক সহযোগিতা করেন- জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। প্রধান অতিথি, কাউন্সিলর আলী আজাদ মোল্লা তার প্রধান অতিথির বক্তব্যে বলেন- এমন মহতী উদ্যোগকারী ও সহায়তাকারী সংস্থার ভূয়সী প্রশংসা করেন এবং তিনি এই নকশীকাঁথার প্রশিক্ষণ থেকে ১৫ দিনব্যাপী প্রশিক্ষন নেয়া ২০ জন নারীদের উদ্দেশ্য করে বলেন, এ সফল প্রশিক্ষণের মাধ্যমে তোমরা যদি এই চর্চা ‘টা সচল রাখো, তবে প্রত্যেকেই হবে স্বাবলম্বী ও সফল উদ্যোক্তা। তোমাদের পরিবার হবে স্বচ্ছল। বিশেষ অতিথি হাফিজা আক্তার বলেন- আজ প্রশিক্ষণের শেষ দিন আগামীকাল থেকে আপনাদের জীবনে এক নতুন জীবনযুদ্ধের শুরু, সবার পরিবার কে স্বচ্ছল, স্বাবলম্বী করতে প্রশিক্ষণ টাকে গুরুত্ব দিবেন। কাল থেকেই আপনারা প্রত্যেকেই একজন সফল উদ্দোক্তা হবেন এমন না, এমন ছোট ছোট কাজ সফলভাবে সম্পন্ন করতে পারলেই হয়ে উঠবেন সফল উদ্দোক্তা।আজকের অনুষ্ঠানের সঞ্চালক এসপিকে ‘র নির্বাহী পরিচালক মোহাম্মদ এনামুল হক তিনিও বলেন আপনারা যারা এই ১৫ দিনব্যাপী র এই প্রশিক্ষণ আজ সমাপ্ত করলেন- তারা কালকেই একজন সফল উদ্দোক্তা হবেন এমন না, এই চর্চা টাকে চলমান রাখলেন হয়ে উঠবেন এক সফল উদ্দোক্তা। আজকের সভার সভাপতি অগ্রগামী দুঃস্থ মহিলা সংস্থার সভানেত্রী, রাশিদা ফারুকীতার সমাপনী বক্তব্যে বলেন- দেশের প্রধানমন্ত্রী একজন নারী, স্পিকার একজন নারী, উনারাও তাঁদের কর্মদক্ষতায় আজ দেশের প্রধান সহ গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন, একদিন তোমরাও এমন প্রতিষ্ঠিত হবে, যদি কোনো কাজকে গুরুত্ব দিয়ে সফল হওয়ার উদ্দেশ্যে চেস্টা করে যাও। সবার জন্য দোয়া, শুভকামনা ও সফলতা কামনা করেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও সঞ্চালকগণ পর্যায়ক্রমে ২০জন প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও সেলাই উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠান পরবর্তীতে সবাইকে নিয়ে বিশেষ ভোজনের মধ্য দিয়ে ১৫ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠান সমাপ্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌