গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় অপহরণের ১২ ঘন্টা পর নাসিব (৭) নামে এক শিশুকে উদ্ধার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার রায়েরটেক এলাকা থেকে ওই শিশু উদ্ধারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুর সদর থানার পুটিমারী গ্রামের রোস্তম আলীর ছেলে শাহ আলম(২৮), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বড়বাড়ী এলাকার মৃত-বিল্লাল হোসেন প্রধানের ছেলে কামাল হোসেন প্রধান(৪৫)।
পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, নাসিবের বাবা দীর্ঘদিন আগে জীবিকার তাগিদে রংপুর জেলা থেকে কোনাবাড়ীর জরুন এলাকায় লাভলী খানের বাড়িতে বাসা বাড়া নিয়ে রড মিস্ত্রিও কাজ করে আসছিল। নাসিবের মা মৃত্যু বরণ করায় দাদা-দাদীর কাছে কাছে থাকে। পরে সোমবার সকাল ৮টায় বাসার বাহিরে একটি মুদির দোকানের সামনে গেলে আগে থেকে উৎপেতে থাকা অজ্ঞাতনামা কয়েকজন সিএনজি যোগে জোরপূর্বক নাসিবকে অপহরণ করে তুলে নিয়ে যায়। নাসিবকে না পেয়ে বাড়ির আসপাশে ও আত্মীয় স্বজনের বাড়িতে খবর নিলেও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে নাসিবের বাবা সকাল ৮টায় কোনাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে উদ্ধারের জন্য অভিযান চালায়। পরে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে নারায়ণগঞ্জ জেলা থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। এবং অপহরণকারীদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক শাখাওয়াত ইমতিয়াজ জানান, অভিযোগের ভিত্তিতে ওই শিশুকে উদ্ধারের জন্য অভিযান চালায়। পরে অপহরণের ঘটনায় নারায়ণগঞ্জ থেকে শিশু উদ্ধারসহ দুইজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।