ফরিদপুর প্রতিনিধি:(ফকির নয়ন)
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা দেখা মিলল বিদেশ ফেরত প্রবাসী সুমন মোল্যার সাথে, চরভদ্রাসন উপজেলা মুক্তিযোদ্ধা নতুন কমপ্লেক্স এর সাথে সুমন মোল্যার নিজ বাসভবনে গড়ে তুলছেন বাড়ির নীচ থেকে ছাদ পর্যন্ত সবুজের ছোঁয়ায় বাড়িটির আনাচে-কানাচে ভরে গেছে।
বাড়ির নিচে অংশে বিভিন্ন রকমের ফুলের বাগান এছাড়া বাড়ির ছাদের উপরে গড়ে তুলছেন নানান রকমের মৌসুমের ফল যেমন আম আট থেকে দশ পদে কালারের আম,
আঙ্গুরের গাছসহ কমলার গাছ, লাউ গাছ, লালশাক,এবং তার ছাদে জায়গা করে নিয়েছে স্ট্রবেরি সহ বরই গাছ, এছাড়া তার সাথে কথা বলে জানা যায়,
তিনি বলেন ছোটকাল থেকেই তার শখ ছিল বাড়ির ছাদে এরকম সবুজে বাগান ঘিরে রাখার সেই স্বপ্ন থেকেই এই ছাদ কৃষির উদ্যোগ নেওয়া তার।
তিনি ড্রাম বাদ দিয়ে গোল্ড রিং দিয়ে তিনি এই ছাদের উপরে কৃষি কাজ গুলো ফুটিয়ে তুলছেন এমনকি পুরনো ঐতিহ্য ধরে রাখতে তার
ছাদের উপরে রয়েছে রুম, রুমের সামনে একটি বরই গাছ রোপন করেছেন, তিনি যুবসমাজকে উদ্দেশ্য করে বলেন সীমিত জায়গাকে কাজে লাগিয়ে আমাদের এই বাংলার
কৃষিকে উপস্থাপনা করা যায়, এতে শুধু লাগে মনোবল আর ধৈর্য অল্প জাগাতে গড়ে তোলা যায় সবুজের বাগান, এ-কথা যুবসমাজকে তিনি আহ্বান করেন, তিনি আরও বলেন আমি বিগত অনেক বছর প্রবাসে কাটিয়েছি দেশে এসে অবসর সময় আমি আমার মনের স্বপ্নকে রাঙিয়ে তুলছি আমার বাড়ির ছাদে।