• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোন মায়ায় তুমি বেঁধেছো প্রেমিকেরে? মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবীতে পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মানব বন্ধন অনুষ্ঠিত লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা   লৌহজংয়ে ভূমিহীন-গৃহহীন ৪৫ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর মাধবপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ইফতার”খাদ্য সামগ্রী বিতরণ লৌহজংয়ে দশ ট্রাক চায়না দুয়ারি আটক দৌলতখানে উঃ জয়নগর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ ফরিদগঞ্জে ৩১ পরিবার মুজিবর্ষের ঘর প্রদানের মধ্যে দিয়ে উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা ভোলা কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠিত লৌহজংয়ে ১৭ জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

অবৈধ মালিকদের প্রকৃত মালিকের বিরুদ্ধে কলা বাগান কেটে ফেলার অভিযোগ

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ৯৫ জন পড়েছে
প্রকাশিত সময়: বুধবার, ১৪ জুলাই, ২০২১

নরসিংদীর জেলাপ্রতিনিধি

 

নরসিংদীর মনোহরদীতে জবরদখল করা জমির কলা বাগান নিজেরাই কেটে জমির মালিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে জবরদখলকারীরা। গত বুধবার (৭ জুলাই) উপজেলার হেতেমদী গ্রামে এ ঘটনা ঘটে।

 

জমির মালিক হেতেমদী গ্রামের মৃত. হেলাল উদ্দীনের ছেলে ছমির উদ্দীন (৬৫)। অসহায় ছমির উদ্দীন জানান, চন্দনবাড়ী মৌজার সিএস খতিয়ান নং-১০০, এসএ খতিয়ান নং- ১৪৬, আরএস খতিয়ান নং-২১৫, মোট জমি ৫১ শতাংশ ইহার কাতে ১৮ শতাংশ জমি জবরদখল হওয়ায় আদালতে মামলা চলমান। যাহা গত দেড় বছর আগে হেতেমদী গ্রামের আঃ রাজ্জাক (৪৫), জজ মিয়া (৪২), তারা মিয়া (৪০), পিতা- মৃত. হেলাল উদ্দিন, রতন মিয়া (৩৮), পিতা- মৃত আঃ হাই, কাউসার, ফারুক ও অজ্ঞাতনামা ৭/৮ জন সহ দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জোর পূর্বক জমি দখল করে তাতে ঘর স্থাপন ও বাকী জমিতে কলা চাষ করে। পরে বিষয়টি স্থানীয় গণমান্য ব্যক্তিদেরকে জানালে কোন প্রকার সুরাহা করতে পারেনি। বাধ্য হয়ে জমির দখল পাওয়ার জন্য ভূমিদস্যুদের বিরুদ্ধে নরসিংদী দায়রা জজ আদালতের শরণাপন্ন হয়ে দেওয়ানী মামলা দায়ের করা হয়। মামলা নং- ১/২০১৯, যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

 

গত ৭ই জুলাই গভীর রাতে দখলকারীরা নিজেরাই জবরদখলকৃত জমিতে তাদের লাগানো কলা বাগান নিজেরাই কেটে জমির মালিক ছমির উদ্দিন গংদের সমাজের চোখে হেয় প্রতিপন্ন ও মামলায় জয়ী হওয়ার কৌশল হিসেবে ষড়যন্ত্রমূলক ভাবে ঘটনাটি ঘটিয়ে তাদের ফাঁসাতে চাইছে। দরিদ্র ছমির উদ্দীন আরও বলেন, ভূমিদস্যুরা এভাবেই আমাকে নিরিহ ও দুর্বল পেয়ে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমি জমির প্রকৃত মালিক হয়েও এখন অসহায় জীবন-যাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌