স্টাফ রিপোর্টার: রবিউল ইসলাম রুবেল
অভিনেতা সিদ্দিকুর রহমানকে মিডিয়ার সবাই চিনে এবং জানে ।এমন একজন গুণী অভিনেতার বিরুদ্ধে মারাত্মক ধরনের অভিযোগ আনলেন মিডিয়া একজন মেয়ে আর্টিস্ট নাঈমা রহমান।
রাত 3.46 মিনিটে নাঈমা রহমানকে মেসেজ করে অভিনেতা সিদ্দীকুর রহমান এমন কু-প্রস্তাব দেয়।এতে সেই তরুনী বিতর্কে না গিয়ে নজর24.কম এর স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রুবেলকে অবগত করেন এবং অশ্লীল মেসেজের স্ক্রিন রেকর্ড ভিডিও ও স্ক্রিনশট প্রদান করেন।
সিদ্দীকুর রহমানের সেই মেসেজে তিনি বলেন – আমি ড্রিংক করেছি,ফা* ইউ এমন অনেক অশ্লীল মেসেজ পাঠায় নাঈমা রহমান নামক সেই তরুনীকে
মিডিয়ার তরুনী নাঈমা রহমান আরো বলেন এর আগেও তিনি(সিদ্দীকুর রহমান) আমাকে বাজে মেসেজ দেয় আমি উনাকে সাবধান করি এবং পূর্ববর্তী মেসেজ মুছে ফেলি। এমনি আমাদের মিডিয়ার নাম এমন টাইপের কিছু মানুষের কারণে খারাপ হচ্ছে । আমরা মেয়েরা কাজ করতে পারছি না এদের আইনের আওতায় আনা উচিৎ আমি এমন হেরাসমেন্টের বিচার চাই।
উল্লেখ্য বেশ কয়েক মাস হলো অভিনেতা সিদ্দীকুর রহমানের ডিভোর্স হয় এবং এক ছেলে সন্তানের বাবা তিনি।
নাঈমা রহমান আরো বলেন- উনার বউ ঠিকি বলেছিল যে তিনি(সিদ্দীকুর রহমান) মদ পান করেন অন্য মেয়েদের সাথে অশ্লীলতা করেন।এমন মানুষের সাথে সম্পর্ক না রেখে উনার ওয়াইফ ঠিক কাজ করেছেন!