স্টাফ রিপোর্টার
অসহায় ছেলের বক্তব্য হবুহু তুলে ধরা হলো…
আসসালামু আলাইকুম
আমি দরিদ্র পরিবারের একজন সাধারণ ছেলে। মূলত পরিবারকে সাহায্য করার জন্যই এই বয়সে ঢাকায় আসা। আমি মিরপুর পল্লবী থানার পিছনে বেগুনটিলা এলাকায় কাজ করি। আমি চার মাস যাবত ওই এলাকায় কাজ করি। ওই এলাকার পানির বিল সংগ্রহ করে ব্যাংকে পরিশোধ করাই আমার কাজ। গত(১১/০৪/২০২১ ইং) সারাদিন মার্চ মাসের বিল সংগ্রহ করে টাকা সহ বাড়ি ফেরার পথে মিরপুর ১২ সেরামিক ডি ব্লক পানির ট্যাংকের সামনে প্রকাশ্য দিনের আলোয় আনুমানিক বিকেল সাড়ে চারটার সময় আমার গলায় ধারালো ছুরি ধরে ব্যাগ সহ প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঐ এলাকার একজন এবং তার দুইজন সঙ্গী মিলে এই কাজটি করে। আমি ব্যাগটি দিতে না চাওয়াই তারা আমাকে রাস্তায় ফেলে পেটে লাথি ও শরীরের বিভিন্ন স্থানে ঘুসি মেরে আঘাত করে এই ঘটনাটি অনেকেই দেখেছে কেউ হয়তোবা বাড়ির ছাদে কেউ হয়তোবা বেলকুনিতে আর কেউ হয়তো বা রাস্তার পাশে এবং দোকানের সামনে থেকে। যে এই কাজটি করেছে সে ওই এলাকার একজন নেশাখোর মাস্তান তাকে সবাই এক নামে চিনে চান্দু আরিফ। এর আগেও তার এরকম অনেক ঘটনা আছে। এরপর আমি পল্লবী থানায় চান্দু আরিফের নামে একটি সাধারণ ডায়েরি করি কিন্তু এতে আমি কোন ফল পাইনি। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আমি আপনাদের কাছে সাহায্য চাই
নাম:রাতুল হাসান হৃদয়
বর্তমান ঠিকানা:আরামবাগ,রূপনগর থানা,মিরপুর ৭,ঢাকা ১২১৬
মোবাইল :০১৪০৪২৬০৭০৮