মোঃ ফারুক আহমেদ, প্রতিনিধি, মনোহরদী, নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের বাঘিবাড়ি গ্রামের শুটকি বিক্রেতা অসুস্থ্য বৃদ্ধ মোঃ বুরুজ মিয়া (৫৯) নামের শ্রবণ প্রতিবন্ধী চিকিৎসার দায়িত্ব নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের পুত্র ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী।
উল্লেখ্য যে, বুরুজ মিয়া সড়ক দূর্ঘটনায় পায়ে গুরুতর জখম নিয়ে ভোগছিলেন। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। যা বুরুজ মিয়ার মত দরিদ্র মানুষের পক্ষে অসম্ভব। এ করুন পরিস্থিতিতে তার পাশে সহযোগীতার হাত বাড়ালেন মাঞ্জারুল মজিদ সাদী। বুরুজ মিয়ার চিকিৎসার সকল ব্যয়ভার নিলেন এবং
তার সার্বিক সহায়তায় রাজধানীর মোহাম্মদপুরে ক্রিসেন্ট প্রাইভেট হাসপাতালে সফল ভাবে বুরুজ মিয়ার পায়ের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুরুজ মিয়া এখন ভালো আছেন। বুরুজ মিয়ার পুত্রবধূ তানিয়া আক্তার মন্ত্রীপুত্র সাদীর জন্য দোয়া করে বলেন, সাদী ভাই একজন মহৎ ও বড় হৃদয়ের মানুষ। আমরা তার এ উপকারের কথা কখনো ভুলবনা।
এ বিষয়ে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী বলেন, আমার শ্রদ্ধেয় বাবা মনোহরদী ও বেলাব জন সাধারণের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। উনার দেখানো পথেই আমি দল মত নির্বিশেষে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সবার দোয়া ও ভালোবাসা পেলে আমি মনোহরদী -বেলাবরের সাধারণ মানুষের পাশে সব সময় থাকতে চাই। তিনি আরো বলেন, অসহায় ও দারিদ্র বলে একজন বৃদ্ধা টাকার অভাবে চিকিৎসা বিঘ্নিত হতে পারে না। আমি সকলের কাছে দোয়া চাই যেন সবার সুখে-দুঃখের অংশীদার হতে পারি।
এছাড়াও মাঞ্জারুল মজিদ মাহমুদ সাদী, করোনাকালীন সময়ে মনোহরদীতে প্রায় পাঁচ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে মহাসংকটে পাশে দাঁড়িয়েছেন। এ ধারাবাহিকতা এখনো চলমান।