এম এ আশরাফ, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন আয়োজনে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অ্যাথলেটিকসে বরিশাল বিভাগে চ্যাম্পিয়ান হয়েছে ভোলার দৌলতখান উপজেলার মার্জিয়া ও মো: তামিম হোসেন। দৌলতখান সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মার্জিয়া ট্রিপল জাম্পে বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করে এবং জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. তামিম হোসেন দুইশো ও একশো মিটার দৌড়ে প্রথম ও দ্বিতীয় হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।
সোমবার সকাল দশটায় উপজেলার ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাদেরকে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হামিদুর রহমান টিপু। উপস্থিত ছিলেন দৌলতখান সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আলম ও জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবিন্দু। ইভেন্টগুলোর মধ্যে ছিল- দৌড়, হাইজাম্প, লংজাম্প, ট্রিপল জাম্প, জেভলিন থ্রো, শটপুট থ্রো, ডিসকাস থ্রো ও ৪০০ মিটার রিলে। নির্বাহী অফিসার বলেন, আমরা খুব আনন্দিত। আমাদের উপজেলার দু’জন শিক্ষার্থী বিভাগ পর্যায় চ্যাম্পিয়ান হয়ে জাতীয় পর্যায় অংশগ্রহণ করবে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকসে।