মোঃফেরদৌস আহম্মেদ মিরাজ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা পুলিশের জন্য নতুন একটি বাস উপহার দিয়েছেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম(বার)।
রোববার(২৯ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম পুলিশ লাইনে আইজিপি কর্তৃক ফোর্সের ডিউটির জন্য পাঠানো বাসটি গ্রহন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আইজিপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুলিশ সুপার বলেন, ফোর্সের ডিউটির জন্য বাসটি ব্যবহার করা হবে।জেলা পুলিশকে ঢেলে সাজানো হচ্ছে।অপরাধ নির্মুলে কাজ করছে জেলা পুলিশের সদস্যরা। যেকোন তথ্য পুলিশকে দিন, পুলিশের সেবা নিন।