মোঃ শাহীন সোহাগ – নিজস্ব প্রতিবেদক
আসন্ন দৌলতখান পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব হামিদুর রহমান টিপু ঢাকা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং ফর্ম সম্পূর্ণভাবে পূরণ করে জমা দেন এ সময় উপস্থিত ছিলেন
দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আলহাজ মনজুর আলম খান ও উপস্থিত ছিলেন চরখলিফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মুকু খান ও দৌলতখান উপজেলা যুবলীগের সহ সভাপতি, আশরাফুল আলম বিপ্লব, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও দৌলতখান প্রেসক্লাবের সহ-সভাপতি আবু তাহের মাস্টার, উপজেলা যুব লীগের, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাসুদুর রহমান সুমন সহ বিভিন্ন পেশার মানুষ ও দৌলতখান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওই সময়ে মেয়র প্রার্থী হামিদুর রহমান টিপু বলেন, আমি যদি দল থেকে মনোনয়ন পায় এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তার নিশ্চয়তা করা অসহায় মানুষের পাশে দাঁড়ানো অসহায় ছাত্র-ছাত্রীর লেখাপড়ার নিশ্চয়তা সহ বিভিন্ন উন্নয়ন সামাজিক সাংস্কৃতিক সকল নিশ্চয়তায় করতে পারবেন বলে আশাবাদী। এবং বিভিন্ন মাধ্যমে জানা যায় দৌলতখান পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে সবচাইতে জনপ্রিয় ও কর্মী বান্ধব নামের তালিকায় প্রথম সারিতেই হামিদুর রহমান টিপুর নাম তিনি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অনেক আর্থিক সহযোগিতা করেন বলে জানা গেছে এবং মানুষের বিপদ আপদে সবসময় ছুটে চলেন দুর্বার গতিতে তাই এবার পৌরবাসী টিপুকে ঘিরে স্বপ্ন দেখছেন।