বোরহানউদ্দিন প্রতিনিধি:
বিএনপি-জামায়েত জোট সরকারের আমলে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম দেখা দেয়।
জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর কমিউনিটি ক্লিনিকের প্রাণ ফিরে পায়। এ ক্লিনিকের মাধ্যমে সরকার মানুষ কে বিনামূল্যে ৩২ টি আইটিমের ঔষধ দিচ্ছে।
কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রাম-গঞ্জের মানুষ সঠিক সেব পাচ্ছে। বোরহানউদ্দিন হাসপাতালের হলরুমে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ অনুষ্ঠান শনিবার বেলা ১১টায় প্রধান অতিথি’র বক্তৃতায় এসব কথা বলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।
বোরহানউদ্দিন হাসপাতালে প.প. কর্মকর্তা তাপতী চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, কুতুবা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান জোবায়েদ, ডাক্তার মাসুম সহ হাসাপাতালে কর্তব্যরত ডাক্তার গণ, কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী গণ।