ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
ছোট হতে হতে দেয়ালগুলো
গায়ে এসে লাগে।
আলোগুলো সরে যায়;
ছোট থেকে ছোট হয়;
তারপর নিভে যায়।
বড় হতে হতে রাতগুলো
– সেই মহাদেশের মতো রাক্ষুসে।
যেখানে যা পায়;
গিলে খায়।
আমি নিখাদ মধ্যবিত্ত,
রাস্তার মাঝের মেডিয়ান।
ভাগ করে দেই পথ;
একটা যাওয়ার; একটা আসার।