বগুড়া জেলা প্রতিনিধি:জোবায়ের আহমেদ
করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বগুড়ায় আবারো ১ সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা আসছে। রবিবার (২০জুন) রাত থেকেই এই লকডাউন শুরু হচ্ছে তাই সাধারণ জনগণকে আগাম অবগতকরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে শুক্রবার (১৮জুন) সন্ধ্যা থেকেই পুরো শহর জুড়ে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালাচ্ছে বগুড়া পৌরসভা।
এ প্রসঙ্গে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ মুঠোফোনে জানান, বর্তমানে চলমান সরকারি নির্দেশনার পাশাপাশি এই লকডাউনে বগুড়াতে আপাদত ১ সপ্তাহের জন্যে সর্বত্র দোকান-পাট বন্ধসহ জরুরী সেবা গ্রহণ ছাড়া মানুষকে পুনরায় ঘরে থাকার নির্দেশনা দেয়া হবে। শুধু তাই নয় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণকরণসহ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হবে প্রশাসন।
এ সম্পর্কিত প্রজ্ঞাপন বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবারেই জনস্বার্থে প্রচার করা হবে মর্মে জানান তিনি। তবে সংক্রমণের হার বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে মর্মে জানান তিনি।।