রোকন বিশ্বাস-ক্রাইম রিপোর্টার,পাবনাঃ মাদকের কারণে বর্তমান সমাজ থেকে ঝড়ে যাছে অনেক যুব সমাজের ছেলে মেয়েরা।যুব সমাজের ধ্বংসের মূল হাতিয়ারই মাদকদ্রব্য।এই মাদক দ্রব্যর প্রভাব বিস্তার করতে না পারে সেই লক্ষ্যকে সামনে রেখে বঙ্গ পরিবারের রত্ন জননেত্রী শেখ হাসিনা মাদকদ্রব্য নির্মূলের লক্ষ্যে প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন,কঠিন থেকে কঠোরভাবে।এই মাদকদ্রব্য ব্যবসা পুলিশ প্রশাসনের নাকের ডগার সামনে রেখেই চালিয়ে যাচ্ছে,এমন চিত্র ধরা পরেছে পাবনার আতাইকুলা থানার বুলবাড়ীয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের কার্শেদ সরদারের ছেলে মাদক সম্রাট দিরাজ(৩৫) গ্যাং। মাদক সম্রাট দিরাজ গ্যাংয়ের স্ত্রী শারমিন(২৮)কে প্রধান হাতিয়ার বানিয়ে জম-জমাট মাদকদ্রব্যর ব্যবসা চালিয়ে যাচ্ছে।মাদক সম্রাট দিরাজের সহকারী হিসাবে কাজ করে চার জন পুরুষ তাদের নাম উল্লেখযোগ্য মুন্নাফ সরদার(৩২) পিতাঃহানু সরদার ২.হামিদ সরদার(৫৫) ৩.হানু সরদার(৫০) উভয় পিতাঃ মঙ্গল সরদার ৪.সজিব সরদার(২৮) পিতাঃমোস্তফা সরদার উভয় গ্রাম ভবানীপুর মাদক সম্রাট দিরাজের সহকারী এবং দিরাজের নির্দেশেই সকল প্রকার অপরাধ মূলক কাজ কর্মে লিপ্ত থাকে।গ্রামের ব্যবসায়ী থেকে শুরু করে সর্বজনীন সকল শ্রেনীর কর্মজীবিদের সাথে গুন্ডামী করে নিজের প্রভাব বিস্তার করার চেষ্টায় মাদক সম্রাট দিরাজ গ্যাং এমন মন্তব্যই প্রকাশ করেন এলাকাবাসী। এলাকাবাসী আরো জানান,আমাদের থানার পুলিশ প্রশাসনের হাত অবশ্যই আছে মাদক সম্রাট দিরাজ গ্যাংয়ের সাথে। চোঁখ রাখুন ২য় পর্বে দৈনিক আমাদের সংগ্রাম পত্রিকায়।