রফিক তালুকদার, অানোয়ারা,কর্ণফুলী প্রতিনিধি।
সারা দেশের ন্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ও নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে ৪৯তম বিজয় দিবস।
১৬ডিসেম্বর বুধবার সূর্য উদিত হওয়ার পর থেকেই উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শুরু হতে থাকে নানান কর্মসূচী।
স্বাস্থ্য বিধি অনুসরণ করে সকাল ৮ টায় উপজেলা পরিষদের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন এবং স্মৃতি সৌধে পুষ্পার্পনের মধ্যদিয়ে শুরু হয় দিনের কর্মসূচী। এতে অানোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান,আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জনাব যোবায়ের অাহমেদ,আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম সিকদার সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্হিত ছিলেন। এর পর একে একে স্মৃতি সৌধে পুষ্পার্পন করতে থাকে উপজেলা কর্মকর্তা, পুলিশ, আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, স্বেচ্ছা সেবক লীগ, আনোয়ারা প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠন।
কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন মসজিদে শহীদদের মাগফিরাতের জন্য খতমে কুরআনের আয়োজন করে দোয়া ও মুনাজাত করা হয়। তাছাড়া উপজেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক এবং সমাজিক সংগঠন গুলোর উদ্যোগে বিজয় র্যালী ও বের করা হয়।