• রবিবার, ০৪ জুন ২০২৩, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত- জামালপুর জেলার মেলান্দহে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যা করা হবে; সাংসদ এবাদুল করিম বুলবুল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ী উপজেলা শাখার কমিটি অনুমোদন ভোলা-১ আসনে তোফায়েল ভাইয়ের বিকল্প নেই – জহুরুল ইসলাম নকিব কমলগঞ্জের শমসেরনগরে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত: প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন আজমত উল্লা মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে পুণরায় সভাপতি সেলিম, সম্পাদক সুমন ১০ দফা বাস্তবায়নের দাবীতে খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত  জেলা পর্যায়ে মেধা প্রতিযোগীতায় সুজানগর গার্লস একাডেমির ছাত্রী মার্জিয়া রহমান নিহার কৃতিত্ব। 

আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ এলাকাবাসী জিম্মি মিজু বাহিনীর মাদক সন্ত্রাসী কর্মকাণ্ডে

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ২১৩ জন পড়েছে
প্রকাশিত সময়: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর উওরার আব্দুল্লাহপুর থেকে কোটবাড়ি রেললাইন আশেপাশে, গোয়ালটেক ফায়দাবাদ, তুরাগ নদীর পাড়, মরঘাট,আটিপাড়া,আব্দুল্লাহপুর আইচি হাসপাতাল,নদীবন্দর এলাকায় মাদকদ্রব্য ব্যবসা, চাঁদাবাজি, ফিটিং বাজী,অত্যাচার নির্যাতন, ছিনতাই সহ নানা ধরনের অপরাধের সাথে মিজু জড়িত এবং কথিত বাহিনী অপ্রতিরোধ্য মিজু বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড।
কতিপয় নেতাদের গাঘেঁষা চলাচল ও নেতাদের আশ্রয়ে প্রশ্রয়ে মিজুর সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।
একাধিক মামলা রয়েছে মিজুর বিরুদ্ধে।
উওর খান থানায় মার্ডার মামলা, উওরা পশ্চিম থানায় চাঁদাবাজি, দক্ষিণ খান থানায় হত্যার চেষ্টা, মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে মিজুর বিরুদ্ধে।
উওরার আব্দুল্লাহপুর বেড়িবাঁধ, আইচি হাসপাতাল, কোটবাড়ি রেললাইন আশেপাশে বস্তি এলাকায় সহ ফায়দাবাদ এলাকার লোকজন অতিষ্ঠ জিম্বি হয়ে পড়ছে। কথায় কথায় হুমকি ধামকি দিয়ে চাঁদাবাজি করা ও কথিত মাদক ব্যবসায়ী সিন্ডিকেট চক্র দের নিয়ে মহড়া দেওয়া পেশা নেশা। লাখো মানুষ জিম্বি মিজু বাহিনীর নিকটে। কোটবাড়ি এলাকার লোকজন জানান
দক্ষিণ খান ও উওরা পূর্ব থানা পুলিশের এস আই- এএস আই দের সাথে মাঝে মাঝেই ঘুরে পুলিশের
সোর্স পরিচয় দেয়।
মিজুর কথিত বাহিনী অপ্রতিরোধ্য এই বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসন হিমসিম খাচ্ছে সাম্প্রতিক নদী বন্দর এলাকায় বিকাল বেলা দুই ভাই ঘুরতে গেলে তাঁদের জিম্বি করে সব কিছু লুট করার চেষ্টা করে এক পর্যায়ে এক ভাই কে হত্যা করে অপর ভাই কে আহত করে তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নিউজ প্রকাশিত প্রচারিত হলে প্রশাসনের টনক পড়লে।
র‍্যাব -১ এর অভিযানে মিজু আরো ২ জন গ্রেফতার হয়। অল্প দিনের মধ্যেই খুনের অভিযোগের মামলা থেকে জাবিন নিয়ে জেল থেকে আসে এখন আরো বেপরোয়া হয়ে উঠছে।
এই আগে, উওরা পূর্ব থানা জাতীয় পার্টির সহ সভাপতি লশকর এর খাবার হোটেল
আব্দুল্লাহপুর বেড়িবাঁধের উপর অটো ইজিবাইক স্ট্যান্ডের পাশে ছিলো সেই হোটেলে লুটপাট হামলা তান্ডব চালায়। মিজুর বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলা ও গ্রেফতার হলেও বেশি দিন জেলে থাকতে হয়নি অল্প দিনের মধ্যেই জেল থেকে চলে আসে এসে আবারো নানা ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে বেপরোয়া হয়ে উঠে।

রাজধানীর ৬টি থানায় বিভিন্ন মামলায় অভিযুক্ত আসামি,যেমনঃ-
১।উত্তরখান থানায় সাকিব হত্যা মামলা ২০২০ সাল।

২।দক্ষিণ খান থানায়
নারী শিশু ও নারী নির্যাতন মামলা ২০১৪সাল।
(বাদীঃ-আব্দুর রহীম সরকার,সাং,কোর্টবাড়ী )

৩।দক্ষিণ খান থানায় সূরুজ হত্যা চেষ্টা মামলা ২০১২ সাল।
(বাদীঃ– লিয়াকত আলী,সাং,কোর্টবাড়ী )

৪।দক্ষিন খান থানায় মাদক মামলা(বাদী এস,আই,মোহাম্মদ আলী,ও
এস,আই শহীদুল ইসলাম ২০১৫ সাল )

৫।উত্তরা পূর্ব থানায় আব্দুল্লাহপুর ইজিবাইক স্টানে দোকান লুটপাট মামলা ২০১৭ সাল
(বাদীঃ- লস্কর,সাং,৮নং সিকদারবাড়ী,বস্তী)
৬।উত্তরা পশ্চিম থানায় চাঁদাবাজি মামলা।
২০১৬ সাল
৭।উত্তরা পূর্ব থানায় নাশকতার মামলায় অভিযুক্ত আসামি, মালামাল ক্রোক করেন,
উত্তরা মডেল থানার
ওসি শাহাদাৎ হোসেন ২০১৩ সালদক্ষিণ খান থানায় মামলার আরও এক বাদীর নাম সংগ্রহ হয়েছে,
৮/ রতন নামের একজন ব্যাসায়ীকে রাস্তায় একা পেয়ে হামলা করে,
২ লক্ষ টাকা ছিনতাই করে, রতন সাহেব এ অভিযোগে
দক্ষিণ খান থানায় একটি মামলাও করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌