আজ ৭ দিনের সফরে ভোলায় এসেছেন ভোলা ২ আসনের(বোরহানউদ্দিন ও দৌলতখান) মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
সকাল থেকে তাকে শুভেচ্ছা জানাতে প্রিয় নেতার মুখটি একবার দেখতে পাগল- পারা হয়ে যায় নেতা-কর্মীরা ও সকলস্তরের জনতা।
পরে গন্তব্যস্থলে পৌছালে নেতাকর্মীদের সাথে মত বিনিময় কালে তিনি বলেন আপনাদের বিপদে-আপদে সবসময়ই আমি পাশে থাকব, আমার রক্ত বিক্রি করে হলে ও আমি আপনাদের পাশে থাকব।
বিস্তারিত :
ভোলা-২ আসনের জনতার জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি তার নির্বাচনী এলাকা (বোরহানউদ্দিন-দৌলতখানে) ৭ দিনের সফরে এসেছেন।
২৬ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে গ্রীন লাইনে ঢাকা হতে ভোলা ইলিশা ফেরিঘাট এলাকায় আসলে তাকে শত শত দলীয় নেতাকর্মীরা স্বাগতম জানান। এরপর বোরহানউদ্দিন উপজেলা সড়ক বাস ভবনে এসে নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এমপি মুকুল বলেন, তৃনমূল নেতাকর্মীরা আমার প্রাণ। তাদের দোয়া ও ভালোবাসায় মহান আল্লাহ আমাকে এখনও বাঁচিয়ে রেখেছেন
। সম্প্রতি বোরহানউদ্দিনে দুই ছাত্রলীগ কর্মী সড়ক দূর্ঘটনায় পা হারানো রবিনের উদ্দেশ্য বলেন, ওর পা রাখতে এক হাসপাতাল হতে অন্য হাসপাতালে ছুটাছুটি করেছি। অনেক চেষ্টা করেছি। কিন্তু ওর পা রক্ষা করতে পারলাম না। ওদের চিকিৎসার সকল দায়িত্ব আমি নিয়েছি।
তিনি আরোও বলেন, যতদিন বাঁচবো আমার নির্বাচনী মানুষের সেবা করে যাবো ইনশাল্লাহ।