• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
কোন মায়ায় তুমি বেঁধেছো প্রেমিকেরে? মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবীতে পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মানব বন্ধন অনুষ্ঠিত লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা   লৌহজংয়ে ভূমিহীন-গৃহহীন ৪৫ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর মাধবপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ইফতার”খাদ্য সামগ্রী বিতরণ লৌহজংয়ে দশ ট্রাক চায়না দুয়ারি আটক দৌলতখানে উঃ জয়নগর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ ফরিদগঞ্জে ৩১ পরিবার মুজিবর্ষের ঘর প্রদানের মধ্যে দিয়ে উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা ভোলা কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠিত লৌহজংয়ে ১৭ জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

আসছে তানিন সুবহার নতুন ধারাবাহিক নাটক ‘সিনেমারমানুষ’

 শোবিজ ডেস্কঃ / ১৬৩ জন পড়েছে
প্রকাশিত সময়: শুক্রবার, ১১ মার্চ, ২০২২

 

বর্তমানে নাটক-সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা ও অভিনেত্রী তানিন সুবহা। তারই ধারাবাহিকতায় নতুন একটি দীর্ঘ ধারাবাহিক নাটক “সিনেমারমানুষ” নিয়ে টিভি পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা ও অভিনেত্রী তানিন সুবহা। এরই মধ্যে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসিতে) ধারাবাহিকটির শুটিং শেষ হয়েছে। এটি রচনা করেছেন কমল সরকার এবং পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী।

 

দীর্ঘ ধারাবাহিক নাটক ‘সিনেমারমানুষ’ প্রসঙ্গে তানিন বলেন- দীর্ঘ এই ধারাবাহিকে আমাকে একজন সহকারী পরিচালক এর চরিত্রে কাজ করতে দেখা যাবে, গল্পটি এক কথায় চমৎকার, এরকম গল্পে এর আগে কোন কাজ হয়নি, নাটকটি একটি সিনেমা নিয়ে, সিনেমার গল্প দেখা যাবে এই দীর্ঘ ধারাবাহিকে। কমল দাদার রচনার প্রতি দর্শকের আস্থা আছে। যথারীতি সাদেক সিদ্দিকী ভাইও নির্মাণে নন্দিত। তাই এটি বলতে পারি দর্শকের জন্য নিঃসন্দেহে ভালো কিছু অপেক্ষা করছে।’ নাটকটি আগামী মাসে বৈশাখী টেলিভিশনে প্রচারে আসবে বলে জানিয়েছেন পরিচালক। আশা করছি সকলের কাছে অনেক ভালো লাগবে। ‌

 

দীর্ঘ এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন, মৌমিতা মৌ, তানিন সুবহা, মানসী প্রকৃতি, সীমান্ত সহ প্রমুখ।

 

 

তানিন সুবহা বর্তমানে সিনেমা, নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ, বিগ বাজেটের মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত। বর্তমানে তিনি ধারাবাহিক নাটকে কাজ করছেন বেশী।

 

 

তানিন সুবহা হলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় চিত্রনায়িকা ও অভিনেত্রী। তানিন সুবহার মিডিয়ায় অভিষেক হয় ২০১৫ সালে। আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘সেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’ সহ আরো কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। এরপর চলচ্চিত্রে অভিষেক ঘটে তানিনের। অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’, ‘তুই আমার’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন তানিন সুবহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌