রোকন বিশ্বাস-ষ্টাফ রিপোর্টার,পাবনাঃ
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আসন্ন নাগ-ডেমরা ইউনিয়ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় মনোনয়ন প্রত্যাশায় প্রত্যাশিত হয়েছেন আবু সাইদ মোল্লা।।
আবু সাইদ মোল্লা দৈনিক আমাদের সংগ্রাম পত্রিকার ষ্টাফ রিপোর্টার রোকন বিশ্বাসকে জানিয়েছেন,আমার পরিবার জিয়ার পরিবারের সাথে অন্তরঙ্গভাবে জড়িত আছে এবং রাজনৈতিক অঙ্গনে আমার কোন প্রকার লোভ লালসা নেই।
আমার দলের দলীয় সকল কার্যক্রম সঠিকভাবে সুন্দর ভাবে পরিচালনা করে যাচ্ছি নাগ-ডেমরা ইউনিয়নে।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল করার কারণে আমি বিভিন্ন ভাবে বার বার নির্যাতনের শিকার হয়েছি আমাকে বিগত দিনে আমাকে ০৫টি মিথ্যা মার্ডার মামলা দিয়ে হয়রানীর স্বীকার করেছে কিন্তু আল্লাহর রহমতে আমি এই সকল মিথ্যাচার মামলা থেকে অব্যহতি পেয়েছি বর্তমান আমার নামে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা মিথ্যা বিষ্ফরণ মামলা করেছে ক্ষমতাসীন দলের কিছু অসাধু রাজনৈতিক ভাই।ইনশাআল্লাহ এই মিথ্যা মামলা থেকেও আল্লাহ আমাকে মুক্ত করবেই কারণ মিথ্যা কোন কিছুই চাপা থাকে না আমি মনে করি।সততার সাথে থাকলে কিছু সময়ের জন্য বিপদ হয় কিন্তু আল্লাহতায়ালা সকল বিপদ থেকে মুক্ত করে দেয় এটাই আমার বিশ্বাস সার্বিকভাবে।
আমি কারো উপরে ভরসা করি না আমি সকল সময়ে ভরসা করি এক আল্লাহর উপরে।।
রাজনৈতিক পরিচয় আমার একটাই আমি জিয়ার সৈনিক হিসাবে নাগ-ডেমরা ইউনিয়ন শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল,সাঁথিয়া,পাবনা।।
আমি বর্তমান সভাপতি পদ প্রার্থী,নাগ-ডেমরা ইউনিয়ন শাখা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল,সাঁথিয়া,পাবনা।।
সাধারণ জনগন জানিয়েছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় মনোনয়ন আমাদের মনোনিত প্রার্থী আবু সাইদ মোল্লাকে যদি দেওয়া হয় তাহলে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে পারবো ইনশাআল্লাহ।।আবু সাইদ মোল্লাকে আমরা যে কোন বিপদে আপদে সার্বিকভাবে পাশে পেয়েছি আমাদের সাথে সারাজীবন রাখতে চাই এই সকল চিন্তা চেতনায় আবু সাইদ মোল্লাকে আমরা নির্বাচন করার জন্য উদবুদ্ধ করেছি এবং আমরা চাই বি,এন,পি থেকে আমাদের প্রিয় সাইদ ভাইকে মনোনয়ন দিয়ে সাধারণ জনগনের পাশে থাকার সুযোগ করে দেওয়া হোক এটাই আমাদের প্রত্যাশা সাধারণ জনগন হিসাবে।।