রোকন বিশ্বাস-ষ্টাফ রিপোর্টার,পাবনাঃ
পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার জাত-সাখিনী আসন্ন ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে জনতার ভিড়েই আছেন সাবেক ইউ,পি সদস্য আসমা খাতুন।।
সাধারণ জনগনের ভালোবাসার টানে আবারো ইউ,পি নির্বাচনে আসতে হচ্ছে জনগণের মাঝে আসমা খাতুনকে।
সাধারণ জনগন জানিয়েছেন,আমাদের বিপদের সময়ে সার্বিকভাবে সকল সময়েই পাশে পেয়েছি আসমাকে তাই আমরা সাধারণ জনগন আসমাকে আমাদের মাঝেই রাখবো ইনশাআল্লাহ।
সাবেক ইউ,পি সদস্য আসমা খাতুন,দৈনিক আমাদের সংগ্রাম পত্রিকার ষ্টাফ রিপোর্টার রোকন বিশ্বাসকে জানিয়েছেন,আমি সকল সময়ে রাত দিন ২৪ ঘন্টার মধ্যে যখনই বিপদে পরেছে আমি পাশে থেকেছি এবং থাকবো।
সাধারণ জনগন যদি আমাকে ভোট দেয় আমার সেবা পেয়ে তাহলে আমি আশাবাদী অন্যান্য প্রার্থীর চেয়ে বেশি ভোটে জয়যুক্ত হবো এটাই আমার প্রত্যাশা।
সাধারণ জনগনের কাছে আমার একটাই দাবি সর্বপরি আমার জন্য দোয়া করবেন এটাই আমার ব্যক্তিগত ভাবে সকলের কাছে চাওয়া পাওয়া।।