স্টাফরিপোর্টার ঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল পৌর আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫মে) উপজেলা সদর চন্ডিপাশা নতুন বাজারে নান্দাইল পৌর সভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. রফিক উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সারোয়ার জাহান জনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম মামুন প্রমুখ। বক্তারা নান্দাইল তথা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান। এসময় পৌর আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃব্ন্দৃ সহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।