ষ্টাফ-রিপোর্টার-রোকন বিশ্বাসঃ
আসন্ন পাবনা জেলার বেড়া উপজেলার পৌর সভার নির্বাচনকে কেন্দ্র করে জনপ্রিয়তার শীর্ষে আছেন বর্তমান বেড়া উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জনতার জনপ্রিয় নেতা আব্দুর রশিদ দুলাল।।
সাধারণ জনগন জানিয়েছেন,আমাদের প্রিয় নেতা আব্দুর রশিদ দুলাল বেড়া উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ পাওয়াতে সি,এন্ড,বি ষ্টান্ডের চাঁদাবাজি বন্ধ করে দিয়েছে।এই সকল কথার সত্যতা নিশ্চিত করতে কিছু সি,এন,জি চালকের সাথে কথা বললে তারা দৈনিক আমাদের সংগ্রাম পত্রিকার ক্রাইম সাংবাদিকদের একই কথা জানান।
তারা আরো জানান,আমাদের প্রিয় দিক দর্শনের নেতা এবং গরিবের বন্ধু হিসাবে আব্দুর রশিদ দুলালকে আমরা সমর্থন করি সেই প্রেক্ষাপটে আমরা সাধারণ জনগন জোড়দাবি জানাই,আমাদের বেড়াতে পৌর মেয়র নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ দলের দলীয় প্রতীক অর্থাৎ নৌকা মার্কা নিয়ে নির্বাচন করলে বিপুল ভোটে জয়ী করবো এমন জোড় দাবির প্রত্যাশাই ছিল সাধারণ জনগনের।।