ফৌজি হাসান খাঁন রিকু,লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের সাথে লৌহজং প্রেস ক্লাবের সাংবাদিকদের ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পৃথক পৃথকভাবে নবনির্বাচিত লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু ও সাধারণ সম্পাদক মো. মানিক মিয়ার নেতৃত্বে সাংবাদিকেরা উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির ও সহকারী কমিশনার (ভূমি) মু. রাসেদুজ্জামান খানের সাথে মতবিনিময় করেন। এর আগে ফুলের তোড়া দিয়ে তাঁদের শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন লৌহজং প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. শওকত হোসেন, সহ-সম্পাদক মো. রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রাকিব, কোষাধ্যক্ষ আ.স.ম আবু তালেব, দপ্তর সম্পাদক ফৌজি হাসান খান রিকু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. ইমন হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. রজমান হোসেন খান রকি, মো. মোশারফ হোসেন বাবু ও শেখ মো. সোহেল রানা।