ফৌজি হাসান খান রিকু লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ঈদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিনোদনপ্রেমীদের উপচেপড়া ভিড়। ঈদুল ফিতর উপলক্ষে লম্বা ছুটিতে উপজেলার পর্যটন স্পটগুলোতে হাজার হাজার পর্যটকের আগমন ঘটেছে। ঈদের দিন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত উপজেলার পদ্মা সেতু এলাকার শিমুলিয়া ফেরিঘাট, মাওয়া পুরাতন ফেরিঘাট, পদ্মা সেতু এলাকার বেড়িবাঁধসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড় দেখা যায়।ঘুরতে আসা ফাহিম হাসান ও মনির হোসাইন বলেন, প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি লৌহজংয়ের পদ্মা পাড়ের বিভিন্ন পর্যটন স্থানগুলো নান্দনিক। তাই ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে এখানকার অনেকগুলো বিনোদন কেন্দ্র ঘুরে দেখতে এসেছি। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদের আনন্দকে দ্বিগুণ করতে লৌহজংয়ের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের পরদিন থেকেই উপজেলার প্রতিটি পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রে মানুষের ঢল নেমেছে। ঈদের লম্বা ছুটি ও নির্মল প্রাকৃতিক পরিবেশে দল বেঁধে দর্শনার্থীরা যেন হুমড়ি খেয়ে পড়েছে উপজেলাস্থ পর্যটন কেন্দ্রে। ঢাকা থেকে ঘুরতে আসা সাকিব-সোনিয়া দম্পতি জানান, পদ্মা পাড়ে একাধিক পর্যটন কেন্দ্র থাকায় সিডিউল করে বিভিন্ন স্থানে বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি। নিরাপত্তা থাকায় নির্মল পরিবেশ বাচ্চারাও ঈদের আনন্দ উপভোগ করছে। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল বলেন, এবারের ঈদের লম্বা ছুটিতে হাজার হাজার মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটে আসেন উপজেলার পর্যটন স্পট গুলোতে। আর এই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে লৌহজং থানা পুলিশ ও পদ্মা সেতু উত্তর থানা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছেন। এছাড়াও প্রশাসনের বাড়তি নজরদারি রয়েছে।#