মোঃ এমদাদুল হক, স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ জেলার,ঈশ্বরগঞ্জ উপজেলায় অটোরিকশা থেকে চাঁদাবাজির অভিযোগে দুই যুববকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেন। পরে তাদের ১৫ দিন করে কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বর ও কাঁচামাটিয়া সেতু এলাকায় দীর্ঘ দিন ধরে কয়েকটি চক্র চাঁদাবাজি করে আসছিল বলে অভিযোগ করেন ইসমাইল, রুবেল মিয়া, আবদুল্লাহ, ফরিদ, দুলাল ও কালামসহ কয়েকজন অটোরিকশা চালক। চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গত রোববার অটোরিকশার চালকরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন অভিযানে গিয়ে মো. শরিফ মিয়া (২৮) ও মো. তাজুল ইসলাম (২২) নামে দু’জনকে আটক করেন।
পরে ভ্রাম্যমান আদালতের বিধি অনুসারে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, চাঁদাবাজির কারণে অটোচালকরা অতিষ্ঠ ছিল। অভিযান চালিয়ে দুইজনকে আটক করে জেল দেওয়া হয়েছে। আরও কয়েকজন পালিয়ে গেছে,