এম এইচ অন্তর – ঢাকা জেলা প্রতিনিধি:
চিত্রনায়িকা পরীমণিকে ধ’;র্ষ’;ণ ও হ’ত্যাচেষ্টার মা’ম’লায় গ্রে’প্তা’র হওয়া আসামী, আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ উঠতি বয়সী মে’য়েদের নিয়ে ডিজে পার্টি করতো বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পু’লিশের (ডিবি) যুগ্ম-কমিশনার হারুন অর রশীদ।
সোমবার (১৪ জুন) নাসির উদ্দিন মাহমুদকে উত্তরা থেকে গ্রে’প্তা’র করে মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে আনার পর গণমাধ্যমের সামনে এই তথ্য জানান যুগ্ম-কমিশনার।
হারুন অর রশীদ বলেন, রোববার (১৩ জুন) পরীমণি মিডিয়ার সামনে এসে নাসির উদ্দিন মাহমুদ ও অমির বি’রু’দ্ধে নি’র্যা’তন ও গায়ে হাত দেওয়ার অ’ভিযোগ করেছেন। তিনি পু’লিশের কাছেও অ’ভিযোগ করার কথা বলেছেন। সেই প্রেক্ষিতে আম’রা ত’দ’ন্তে নেমে রাজধানী উত্তরার ৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রাস্তায় নাসির উদ্দিন মাহমুদের বাসায় অ’ভিযান চালিয়ে তাদের গ্রে’প্তা’র করেছি।
উত্তরা ওই বাসা থেকে আরো তিনজন কমবয়সী না’রীকেও গ্রে’প্তা’র করা হয়। তাদের স’ম্প’র্কে হারুন অর রশীদ বলেন, নাসির উদ্দিন কমবয়সী এসব না’রীদের ফাঁদ হিসেবে ব্যবহার করতো। তিনি উত্তরা ক্লাবসহ বিভিন্ন জায়গায় উঠতি বয়সী মে’য়েদের নিয়ে গিয়ে ডিজে পার্টির নামে সমাজের কিছু মে’য়েদের নষ্ট করতো।
ডিবির এই যুগ্ম কমিশনার আরও বলেন, সেদিন বোট ক্লাবে কী হয়েছে আম’রা তা ত’দ’ন্ত করব। পাশাপাশি নাসির উদ্দিনের বাসায় যেহেতু মা’দ’ক (বিদেশি ম’দ ও ইয়াবা) পাওয়া গেছে, তাই তার বি’রু’দ্ধে একটি মা’দ’ক মা’ম’লা করব। সেই মা’ম’লায় আম’রা রি’মা’ন্ড আবেদন করব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির উদ্দিন মা’দ’কের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন হারুন অর রশীদ।
তিনি বলেন, নাসির উদ্দিন কোথা থেকে মা’দ’ক পেয়েছে সেটাও জানিয়েছে। আম’রা আগামীকাল সেখানে যাব। ত’দ’ন্ত করব। প্রয়োজনে পরীমণিকেও সেখানে নিয়ে যাবে, যেখানে ঘটনাটি ঘটেছে।
পরীমণির করা মা’ম’লার বিষয়ে তিনি বলেন, পরীমণির মা’ম’লা’টি যেহেতু ঢাকা জে’লায় হয়েছে। এ বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই অ’ভিযোগের বিষয়টি স্বীকার করেছেন।
ডিজে পার্টির নামে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের বি’রু’দ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ডিবির এই যুগ্ম-কমিশনার।
তিনি বলেন, আম’রা মনে করি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বৈধ-অ’বৈ’ধ বারে ডিজে পার্টির নামে উঠতি বয়সী মে’য়েরা যাচ্ছে, পরিবেশ নষ্ট করছে। আমাদের কমিশনার স্যারের নির্দেশ হচ্ছে, রাতের বেলায় কোনো উঠতি বয়সী না’রী বা মে’য়ে যেন কোন বৈধ বা অ’বৈ’ধ বারে না যায়। সেদিকে আম’রা খেয়াল রাখছি। যদি কেউ এসব না’রীদের নিয়ে ডিজে পার্টির নামে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের বি’রু’দ্ধে আম’রা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।
এর আগে ঢাকাই চলচ্চিত্রের অ’ভিনেত্রী পরীমণির করা ধ’;র্ষ’;ণ ও হ’ত্যাচেষ্টার মা’ম’লার প্রধান আ’সা’মি নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রে’প্তা’র করে ডিবি। রাজধানীর উত্তরায় নাসির উদ্দিনের বাসা থেকে তাদের গ্রে’প্তা’র করা হয়। এদের মধ্যে তিনজন না’রী রয়েছেন। সোমবার সকালে সাভা’র মডেল থা’নায় মা’ম’লা’টি করেন পরীমণি।