চট্টগ্রাম থেকে রফিক তালুকদার
চট্টগ্রামে লকডাউনের প্রথম দিনে(সোমবার) প্রশাসনের নজরদারি দেখা গেলেও দ্বিতীয় দিনে (মঙ্গলবার) তা পরিলক্ষিত হয়নি।
দ্বিতীয় দিনেও চলেনি বিভিন্ন রুটের গণপরিবহন, ফলে নগরীর সড়কগুলো ছিল প্রাইভেট গাড়ী আর রিকশার দখলে।
সরেজমিন ঘুরে দেখা যায় চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজার, কর্ণফুলি বাজার, কাজির দেউরি কাঁচা বাজার ও চকবাজারে সকাল থেকেই মানুষের ভিড় ছিল বেশ লক্ষণীয়।
স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে বেশীরভাগ লোকই ছিল উদাসীন, অধিকাংশের মুখেই ছিলনা মাস্ক।
নগরীর ব্যস্ততম নিউমার্কেট ও গুলজার মোড়ে দেখা যায় রিকশা ও প্রাইভেট গাড়ির প্রচন্ড যানজট।
বিশেষ কারণে ঘর থেকে বাহির হওয়া একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায় মাত্রারিক্ত ভাড়ায় রিকশায় করে গন্তব্যে যেতে হচ্ছে সবার। যেহেতু গণপরিবহন বন্ধ করে সরকার রিকশা চালু রেখেছেন সে ক্ষেত্রে রিকশা ভাড়ার দিকেও প্রশাসনের নজরদারী দাবী করেন তারা।
বিশেষজ্ঞ মহল মনে করেন শুধুমাত্র নামমাত্র লকডাউন ঘোষনা করে গণপরিবহন বন্ধ করলেই করোনার প্রাদুর্ভাব ঠেকানো যাবেনা। ঠেকাতে হবে ব্যাপক জনসমাগম, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে প্রশাসনের নজরদারী বাড়াতে হবে। বিশেষ করে কাঁচা বাজার গুলোর দিকে নজর দিতে হবে বেশি। এ ব্যাপারে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক কর্মীদেরও এগিয়ে আসার আহবান জানান বিজ্ঞ মহল।