এস এম আনিছুর রহমান স্টাফ রিপোর্টারঃ হ্যাকারদের কবলে রয়েছে ঢাকা কলেজের ভেরিফায়েড ফেসবুক পেজ। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে দীর্ঘ এক মাস থেকেই তা হ্যাকারদের দখলে রয়েছে। পেজটি পুনরুদ্ধারেও কাজ চলছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় প্রথমবারের মতো পেজের প্রোফাইল ছবি, কাভার ছবি ও কলেজের ইমেইল ও ঠিকানা পরিবর্তন করা হয়। এ সময় বিষয়টি সবার নজরে আসে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় পুনরায় প্রোফাইল ছবি, কাভার ছবি পরিবর্তন করে তারা। পেজে গিয়ে দেখা যায়, ঢাকা কলেজে কর্তৃপক্ষ সর্বশেষ পোস্ট করেছে ১৬ ফেব্রুয়ারি। এরপর থেকে আর কোনো পোস্ট দেওয়া হয়নি। মঙ্গলবার থেকে পেজের প্রোফাইল ও কাভার ছবি পবির্তন করতে সক্ষম হয়েছে হ্যাকার দল। এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ দৈনিক আমাদের সংগ্রামকে বলেন, গত এক মাস আগে ফেসবুক হ্যাক হওয়ার বিষয়টি জানতে পেরেছি। পরে আমাদের আইটি সংশ্লিষ্টরা এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকে নোটিশ করেছে। আমি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সমস্যা সমাধানে মাসখানেক সময় প্রয়োজন হয়। অধ্যক্ষ আরো বলেন, ফেসবুক কর্তৃপক্ষের নজরদারির কারণে এ পর্যন্ত হ্যাকাররা কোনো ধরনের পোস্ট করতে সক্ষম হয়নি। মঙ্গলবার তারা শুধু প্রোফাইলের ছবি পরিবর্তন করেছে। আশা করছি কিছু দিনের মধ্যেই পেজটি পুনরুদ্ধার করা যাবে।