• সোমবার, ২৯ মে ২০২৩, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জের শমসেরনগরে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত: প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন আজমত উল্লা মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে পুণরায় সভাপতি সেলিম, সম্পাদক সুমন ১০ দফা বাস্তবায়নের দাবীতে খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত  জেলা পর্যায়ে মেধা প্রতিযোগীতায় সুজানগর গার্লস একাডেমির ছাত্রী মার্জিয়া রহমান নিহার কৃতিত্ব।  আসন্ন নির্বাচনকে সামনে রেখে নান্দাইলে কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাধবপুরের কৃষি মেলা উদ্বোধন:বিমান প্রতিমন্ত্রী  গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জায়েদা খাতুনের বাজিমাত গাজীপুরের নগরপিতা কে হবেন,রায় দেবেন জনগন আজ ৮ বছরের ছেলের আদিল মাহমুদ সোহান এর অর্ধগলিত মরদেহ উদ্ধার। 

এখনও কিছু মানুষ আমা’র পরিবার নিয়ে মজা করছে: টম ই’মাম

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ১৩১ জন পড়েছে
প্রকাশিত সময়: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি ফেসবুকে ভাই’রাল হয় এক দম্পতির কিছু ছবি। তারা হলেন, বাংলাদেশী বংশোদ্ভূত আ’মেরিকান নাগরিক টম ই’মাম ও তার স্ত্রী’ মিষ্টি ই’মাম। তাদের ভাই’রাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, এই দম্পতি বিবাহবার্ষিকী’তে কেক কে’টেছেন। আবার কোথাও ঘুরতে বেরিয়ে ফটোসেশন করছেন। যা নিয়ে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ আলোচনা করলেও, অনেকেই সমালোচনা করছেন। বিষয়টি নিয়ে বির’ক্ত প্রকাশ করেছেন টম ই’মাম।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিয়ে বড়াবাড়ি না করতে নিষেধ করেছেনটম ই’মাম। তিনি লিখেছেন, কয়েকদিন যাবৎ আমি লক্ষ্য করছি, অনেক লোকজন আমাকে এবং আমা’র স্ত্রী’র ফেসবুক আইডি থেকে স্ক্রিনশট দিয়ে অনেক ছবি ভাই’রাল করছেন। সাথে অনেক খা’রাপ মন্তব্যও করেছেন। এগুলো কি আপনাদের ঠিক হলো?

এদিকে, আজ সোমবার (২৮ ডিসেম্বর) রাতে আরেকটি স্ট্যাটাস দিয়ে এ ঘটনায় এখনও কিছু মানুষ তার পরিবারে সদস্যদের নিয়ে মজা করছেন বলে অ’ভিযোগ করেছেন টম ই’মাম। নিচে তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধ’রা হল-

“প্রথম আমি বলতে চাই, আমা’র শেষ স্ট্যাটাসের জন্য সকল সুন্দর ও সদয় কথার জন্য সবাইকে ধন্যবাদ। যারা আমাকে সব সা’ পোর্ট দিয়েছো তাদের কাছে আমি অনেক ভালো ছিলাম। আমা’র শেষ স্ট্যাটাসের পর থেকে এখনো কিছু মানুষ আমা’র পরিবারকে নিয়ে মজা করছে। জমির আইন ও আল্লাহর নাম অনুযায়ী আমা’র স্ত্রী’কে বিয়ে করলাম। আল্লাহ সবাইকে ভালোবাসেন ঘৃ’ণা বলে কিছু নেই। ঘৃ’ণা আর ভুল প্রতিনিধিত্বের কোন স্থান নেই। আমা’র নামে ফেইক আইডি বানানোর জন্য আপনারা অনেক আমাদের ছবি ব্যবহার করেন। আমা’র শেষ স্ট্যাটাসে আমি উল্লেখ করেছি যে, আমা’র আগের স্ত্রী’ ১০ বছর ধরে অ’সুস্থ ছিলেন তারপর ২০১১ সালে দুনিয়া ত্যাগ করেছেন। আমা’র দুটি বাচ্চা আছে এবং আমা’র জয় দ্বারা তাদের বড় করেছেন। এখন বিয়ে করে জীবন নিয়ে চলার চেষ্টা করছি। কিছু মানুষের এখনো আমা’র ব্যক্তিগত জীবন নিয়ে সমস্যা কেন বুঝি না। আল্লাহর নামে সবাইকে বললাম, আমাদের পরিবারকে সম্মান করুন, আমি আপনার পরিবারকে সম্মান করি। আমাদের সবাইকে একদিন সব পরাক্রমশালী ঈশ্বরের কাছে জবাব দিতে হবে। তোমাদের কেউ কেউ এখনো আমাদের বিয়ে নিয়ে প্রশ্ন করে তাই দয়া করে আমাদের একা ছেড়ে দাও। আমাদের বিয়ে করার সময়কার কিছু ছবি আছে। দয়া করে আমা’র ছবি স্ক্রিন শট করার আগে চিন্তা করবেন। এটা করার অনুমতি তোমা’র নেই। আল্লাহ আমাদের সবাইকে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে রহমত দান করুন আমিন।”

জানা গেছে, টম বাংলাদেশেই শিক্ষা জীবন শেষ করে আ’মেরিকা পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানকার নাগরিক এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি এইচএসসি পটুয়াখালী জুবলীে হাইস্কুল থেকে শেষ করে ১৯৭৮-১৯৮২ শিক্ষাবর্ষে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে গ্র্যাজুয়েশন শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌