ওহিদুল ইসলাম, স্টাপ রিপোটার।
এপেক্স ক্লাবস অব বাংলাদেশ এর ২০২১ সালের জাতীয় বোর্ড কর্তৃক ঘোষিত কম ভাগ্যবানদের সহায়তার লক্ষে মাস ব্যাপি সেবা কার্যক্ররমের অংশ হিসেবে রোজ রবিবার ( ৯ মে ২০২১ইং) বিকাল ৫ টা ৩০ মিনিটে এপেক্স অব ময়মনসিংহ এর উদ্যোগে “ঈদ খাদ্য সামগ্রী বিতরন “করা হয়।
ঈদ-উল ফিতর উপলক্ষ্যে এ সেবা কারযক্রমে এপেক্স ক্লাব অব ময়মনসিংহ এর সভাপতি এপেক্সিয়ান ডা:মো:আশিকুর রহমানের সভাপতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: লাইফ গভর্নর এপেক্সিয়ান আশরাফুল হক মানিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাইফ মেম্বার এপেক্সিয়ান এড: মেজবাউদ্দিন মেজু, অতিত সভাপতি এপেক্সিয়ান আনিসুর রহমান এছাড়া
পি ডিজি-১ এপেক্সিয়ান মতিন সিকদার
পি ডি জি এপেক্সিয়ান মাসুদ, অতীত সভাপতি এপেক্সিয়ান আশরাফুল হক তানভীর, এপেক্সিয়ান এম এ কাইয়ুম, এপেক্সিয়ান সুমন, এপেক্সিয়ান সোয়েব খান, এপেক্সিয়ান বাচ্চু, এপেক্সিয়্ন মাসুম, এপেক্সিয়ান জাহিদ, এপেক্সিয়ান রাইহান, এপেক্সিয়ান আলজিয়া ও অন্যান্য এপেক্সিয়ানগন উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির ভাষনে এপেক্সিয়ান আশ্রাফুল হক মানিক বলেন উই কেন থিম নিয়ে এ বছর এপেক্স বাংলাদেশ বহু প্রতিকুলতার মাঝে যাত্রা শুরু করেছে। জাতীয় সভাপতি এপেক্সিয়ান ভুবন লাল ভারতী মাস ব্যাপি সেবা কারযক্রম পরিচালনা করছেন যা ঈদের আগের দিন প্রযন্ত অব্যাহত থাকবে।