ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
এপেক্স বাংলাদেশের -২০২১ সালের বোর্ড এর পূর্ব ঘোষিত মাসব্যাপী সেবা কার্যক্রমের অংশ হিসেব গতকাল ১৫ এপ্রিল ২০২১ ইং রোজ বৃহস্পতিবার ঢাকার শান্তিনগর এলাকায় এপেক্স ক্লাব অব ঢাকা উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব ঢাকা’র সম্মানিত সভাপতি এপেঃ আবুল কালাম আজাদ,এপেক্স ক্লাব ঢাকা’র সার্ভিস ডিরেক্টর, রিভার ইসমাইল গাজী, ফ্লোর মেম্বার, সৈয়দা নিগার কুনিকা সহ ক্লাব মেম্বারগন উপস্থিত ছিলেন।
এপেক্স বাংলাদেশ এর জাতীয় সভাপতি এপেক্সিয়ান ভুবন লাল ভারতী এপেক্স ক্লাব অব ঢাকার এই সেবা কাজের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং পরযায় ক্রমে দেশের সকল ক্লাব কে এগিয়ে আসার আহব্বান যানান।
এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল একশন ডাইরেক্টর এপেক্সিয়ান এডভোকেট মাসুদুর রহমান সকলকে সাস্থ বিধি মেনে বেশি সেবা করার ও কম সৌভাগ্যবান ব্যাক্তিদের পাশে থাকার আহব্বান যানান।