ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
এপেক্স ক্লাব অব শরীয়তপুরের ২২ তম পালাবদল অনুষ্ঠান রোজ শনিবার (২৬ জুন ২০২১ ইং) সন্ধা সাতটায় চিকন্দি ফুড পার্ক শরীয়তপুরে অনুষ্ঠিত হয়।
উত্তর পালাবদল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন এপেক্স বাংলাদেশে এর জাতীয় সভাপতি এপেক্সিয়ান ভুবন লাল ভারতী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ন্যাশনাল একশন ডাইরেক্টর এপেক্সিয়ান এডভোকেট মোঃ মাসুদুর রহমান, এন ই ডি এপেক্সিয়ান আনোয়ার হোসেন। এপেক্সিয়ান প্রফেসর আলি হোসেন, এপেক্সিয়ান এডভোকেট রাশিদুল হাসান মাসুম
উক্ত অনুষ্ঠানে নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান আই পি ডিজি-২ এপেক্সিয়ান রফিকুল ইসলাম।
শরীয়তপুরের ২০২১ সালের সভাপতি হিসেবে অভিষিক্ত হন এপেক্সিয়ান মাহাবুবুর রহমান এবং সেক্রেটারি এন্ড ডিএনএ এডিটর হিসেবে অভিষিক্ত হন এপেক্সিয়ান নুরুজ্জামান শিপন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এপেক্সিয়ান হারুনুর রশিদ, এপেক্সিয়ান আলমগীর হোসেন, এপেক্সিয়ান আব্দুর রব কোতোয়াল, প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের শেষে কম সৌভাগ্য বান শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এছাড়া এপেক্স ক্লাব অব শরীয়তপুরের ট্রেজারার এপেক্সিয়ান নুরুল হুদা সকল অফিসারদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফ উপহার দেন।
এ সময় এপেক্স ক্লাব অব শরীয়তপুর সদস্য ও অতিত সভাপতি গন উপুস্তিত ছিলেন।
এ ছাড়া বিটিভি ও এটিয়েন বাংলায় দেশ সেরা বিতারকিক নির্বাচিত হওয়ার হৃদিতা রহমান কে বিশেষ সন্মণনা দেয়া হয়।
উক্ত পালাবদল অনুষ্ঠানে চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন এপেক্সিয়ান সোহেল রানা।