• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
আজকের আকাশের চাঁদ লালমোহনে জমি বিরোধে বৃদ্ধা মা ও ছেলেকে হত্যা চেষ্টা! ৩৮কেজি গাঁজা সহ ০১মাদক কারবারী আটক করেছে র‍্যাব-১৪ ফরিদগঞ্জে মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল ২ বন্ধুর প্রাণ স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে নিয়ে দলিত পিছিয়েপড়া জনগোষ্ঠীর মতবিনিময় সভা- কোন মায়ায় তুমি বেঁধেছো প্রেমিকেরে? মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবীতে পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মানব বন্ধন অনুষ্ঠিত লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা   লৌহজংয়ে ভূমিহীন-গৃহহীন ৪৫ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর মাধবপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ইফতার”খাদ্য সামগ্রী বিতরণ

এপেক্স ক্লাব অব শরীয়তপুর এর ডিনার মিটিং ও এন এ ডি এপেক্সিয়ান এডভোকেট মাসুদুর রহমান কে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ১৬৭ জন পড়েছে
প্রকাশিত সময়: সোমবার, ৩১ মে, ২০২১

ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।

 

রোজ সোমবার (৩১ মে ২০২১ইং) সন্ধ্যা ৭ঃ০০ টায় সিভিল সার্জন অফিস শরীয়তপুর এর হল রুমে এপেক্স ক্লাব অব শরীয়তপুর এর ডিনার মিটিং ও এপেক্স ক্লাবস অব বাংলাদেশ এর ন্যাশনাল একশন ডাইরেক্টর এপেক্সিয়ান এডভোকেট মাসুদুর রহমান কে ন্যশনাল একশন ডাইরেক্টর নির্বাচিত হওয়ার তাকে সম্বধনা প্রদান করা হয়।

এপেক্স ক্লাব অব শরীয়তপুর এর প্রেসিডেন্ট এপেক্সিয়ান মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান এডভোকেট মাসুদুর রহমান এন এ ডি এপেক্স বাংলাদেশ।

এ ছাড়া বক্তব্য রাখেন অতীত সভাপতি এপেক্সিয়ান এডভোকেট রাশিদুল হাসান মাসুম, অতিত সভাপতি এপেক্সিয়ান আঃ রর কোতোয়াল,অতিত সভাপতি এপেক্সিয়ান হারুন অর রশিদ, অতিত সভাপতি এপেক্সিয়ান সোহেল রানা,আই পি পি এপেক্সিয়ান উৎপল কান্তি সাহা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান সাইদ মাহমুদ , এপেক্সিয়ান এডভোকেট তরিকুল ইসলাম, অতিত সভাপতি এপেক্সিয়ান এল কে শিমুল, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান সাইদুর রহমান, এপেক্সিয়ান সুফিয়া রহমান, সেক্রেটারি এন্ড ডি এন এডিটর এপেক্সিয়ান নুরুজ্জামান শিপন প্রমুখ।

আজ ডিনার মিটিং এ আগামী ২৬ জুন এপেক্স ক্লাব অব শরীয়তপুর এর পালাবদল অনুষ্ঠান সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এপেক্স বাংলাদেশ এর জাতিয় সভাপতি এপেক্সিয়ান ভুবন লাল ভারতী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সহ সভাপতি এপেক্সিয়ান রুহুল মইন চৌধুরী, এন এ ডি এপেক্সিয়ান এডভোকেট মাসুদুর রহমান।৷

উক্ত পালাবদল অনুষ্ঠান পরিচালনা করবেন জেলা গভর্নর -২ এপেক্সিয়ান খাইরুল আলম।

সভায় ন্যাশনাল একশন ডাইরেক্টর এন এ ডি এপেক্সিয়ান এডভোকেট মাসুদুর রহমান বলেন We can থিম নিয়ে এ বছর ভুবন লাল ভারতী যে ভাবে কম সৌভাগ্য বান ব্যাক্তিদের মাঝে সহায়তা করে যাচ্ছে তাই ধারাবাহিকতায় আমরা সকলে মিলে We can থিম বাস্তবায়ন করব।

এদিকে এপেক্স ক্লাব অব শরীয়তপুর এর অতিত সভাপতি এপেক্সিয়ান এডভোকেট মাসুদুর রহমান এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল একশন ডাইরেক্টর নির্বাচিত হওয়ার এপেক্স ক্লাব অব শরীয়তপুর এর পক্ষ থেকে ফুলের শুভেচছা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌