ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
এপেক্স বাংলাদেশের ন্যাশনাল স্কুলিং রোজ শুক্রবার ২৩ এপ্রিল ২০২১ ইং সকাল দশটায় ভার্চুয়াল প্লাটফর্মে জুম আইডিতে অনুষ্ঠিত হয়। এপেক্স বাংলাদেশ ন্যাশনাল একশন ডাইরেক্টর এপেক্সিয়ান এডভোকেট মাসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্কুলিং প্রোগ্রাম এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান ভুবন লাল ভারতী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান রুহুল মঈন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কিংবদন্তি ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এপেক্স বাংলাদেশের লাইভ গভর্নর ও অতি জাতীয় সভাপতি এবং এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এপেক্সিয়ান এ এস এম রকিবুল হাসান,
লাইভ গভর্নর ও অতীত জাতীয় সভাপতি ইঞ্জিনিয়ার টি কে বাড়ৈ তরুন, লাইভ গভর্নর ও অতীত জাতীয় সভাপতি এপে. রমিজ উদ্দিন, লাইভ গভর্নর ও অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান আনিসুজ্জামান শাতিল, লাইভ গভর্নর ও অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান চন্দন দাস, লাইভ গভর্নর এপেক্সিয়ান আশরাফুল হক মানিক,অতীত জাতীয় সভাপতি হাসান ফেরদৌস জুয়েল এনআইআরডি এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান এনওয়াইসি ডি এপেক্সিয়ান, মোহাম্মদ আলমগীর, এন এস ডি এপেক্সিয়ান ইজাজ মাহমুদ রনি সহ এপেক্স বাংলাদেশের নয়টি জেলার নয় জন জেলা গভর্নর। উক্ত অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার টিকে বাড়ৈ তরুন এলজি পিএনপি ও এপেক্সিয়ান রমিজ উদ্দিন এলজিপিএনপি।
স্কুলিং শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এপেক্সিয়ান চন্দন দাস এলজি পিএনপি।প্রশ্নোত্তর পর্বে বিজয়ী হন এপেক্সিয়ান আশিকুর রহমান,এপেক্সিয়ান রফিকুল ইসলাম, এপেক্সিয়ান তুহিন এবং সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি হিসেবে এপেক্স ক্লাব অব শরীয়তপুর, এপেক্স ক্লাব অব ঢাকা ও এপেক্স ক্লাব অব বান্দরবান পুরস্কৃত হয়। ন্যাশনাল স্কুলিং এ এপেক্স বাংলাদেশের বিভিন্ন ক্লাব থেকে উল্লেখযোগ্য সংখ্যক এপেক্সিয়ান অংশগ্রহণ করেন।