ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
এপেক্স বাংলাদেশের মাসব্যাপী সেবা কার্যক্রমের অংশ হিসেবে আজ ১২ই এপ্রিল এপেক্স ক্লাব অব মুনসি মেহেরুললা যশোর এর পক্ষ থেকে যশোর জেলা সুইমিং পুলে সাতারু ও সাধারন মানুষের মাঝে মাক্স বিতরণ ও প্রীতি ওয়াটার পোলো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময়ে এপেক্স বাংলাদেশ এর জেলা গভর্নর -৬ এপেক্সিয়ান এ্যাড. , মোঃ নজরুল ইসলাম এপে, এ্যাড. সৈয়দ রুহুল কুদ্দুস কচিসহ এপেক্স ক্লাব অব মুন্সি মেহেরুল্লা যশোর এর এপেক্সিয়ানগন এবং যশোর জেলা ছাত্র পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মাক্স ছাড়াও খেলোয়াড়দের মাঝে
খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এপেক্স বাংলাদেশ এর মাক্স ও কম সৌভাগ্যবানদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কারযক্রম মাসব্যাপি সমগ্র বাংলাদেশের এপেক্স ক্লাব গুলোর মাধ্যমে পরিচালিত হব।