ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
অদ্য ১৪ ই মার্চ বেলা ২ঃ৩০ মিনিটে এপেক্স বাংলাদেশ কর্তৃক আয়োজিত পহেলা বৈশাখ উপলক্ষে ভার্চুয়াল কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। উক্ত প্রতিযোগিতায় ধামাকা পরবে বিজয়ী হন শরীয়তপুর জেলার বিডি ক্লিন গোসাইরহাটের এর আইটি ও মিডিয়া সেন্টার এর মনিটর ১মোঃ মেহেদী হাসান উক্ত অনলাইন কুইজ এপেক্স বাংলাদেশ এর এন ওয়াই সি ডি এপেক্সিয়ান আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট ভুবন লাল ভারতী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট রুহুল মইন চৌধুরী এ ছাড়া আরো আই পি এন পি এপেক্সিয়ান আব্দুর রউফ দিলিপ। উপস্থিত ছিলেন এন এ ডি অ্যাডভোকেট মাসুদ রহমান এনএসডি এপেক্সিয়ান এজাজ মাহমুদ রনি এনআইআরডি আরমান জেলা গভর্নর ১ এপেক্সিয়ান আব্দুর রহিম রনি জেলা গভর্নর ২ এপেক্সিয়ান খায়রুল আলম জাতীয় সচিব এপেক্সিয়ান রফিকুল ইসলাম সহ জাতীয় বোর্ড এর সদস্য ও অন্যান্য ক্লাব মেম্বারগন। প্রতিযোগিতাটি এপেক্স বাংলাদেশের সদস্য ছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বিডি ক্লিন গোসাইরহাট এর আইটি ও মিডিয়া মনিটর ১ মেহেদী হাসানকে ধামাকা বিজয়ী হওয়ায় এপেক্স বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সভাপতি ও জাতীয় সহ-সভাপতি অভিনন্দন জানান। সেই সঙ্গে এপেক্স ক্লাব শরীয়তপুরের অতীত সভাপতি ও বাংলাদেশের বাংলাদেশের ন্যাশনাল একশন ডাইরেক্টর এপেক্সিয়ান এডভোকেট মাসুদুর রহমান মেহেদী হাসানকে অভিনন্দন জানান। কুইজ প্রতিযোগিতা সঞ্চালনা করেন পিডিজি ২ এপেক্সিয়ান ফয়সাল সাহিদ সুমন।