ফরিদপুর প্রতিনিধি ফকির নয়ন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুরে
আজ শুক্রবার ২৩ এপ্রিল এক নং চর হরিরামপুরে পারিবারিকভাবে বেপারী বাড়িতে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে
১ নং চর হরিরামপুর ছমির বেপারীর ডাঙ্গিতে মরহুম সাবেক_চেয়ারম্যান_ছমির_বেপারীর_নাতি , মরহুম
সাবেক.চেয়ারম্যান.আবদুস.সাত্তার.বেপারীর(ভাতিজা)
এবং আলহাজ্ব আব্দুর রব বেপারীর সুযোগ্য পুত্র বিশিষ্ট ব্যাবসায়ীও সমাজ সেবক রফিকুল ইসলাম বেপারী বলেন আমি আশা করি আপনারা আমাকে আপনাদের সন্তানের মতন ছায়া দিয়ে আমার সাথে থাকবেন। ইফতারির দোয়া অনুষ্ঠানে গ্রামবাসীদের সাথে আত্মীয স্বজনদের সাথে আলোচনা
করেন .
এছাড়া আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন আমি আপনাদের ছেলের মতন ভাইয়ের মতন সেই অধিকার নিয়ে আপনাদের মাঝে আমি এসেছি শিবাই আমার মূল লক্ষ্য। সেই সাথে আরো বলেন আমিও আপনাদের জন্য ন্যায্য সুযোগ-সুবিধা বাস্তবায়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
১ নং চর হরিরামপুরের আমি ও চরের সন্তান আপনাদের সুখ-দুঃখ ও আমার সুখ-দুঃখো সবসময় ভাগাভাগি করে নিবো ইনশা’আল্লাহ। এই আশা ব্যক্ত করে আত্মীয়-স্বজন এবং ইউনিয়ন বাসীর সাথে মতবিনিময় করেন .
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃরফিকুল ইসলাম বেপারীর উদ্যোগে গ্রাম বাসীদের নিয়ে পবিত্র রমজানে ইফতার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।