সিলেট প্রতিনিধিঃএইচ.এম.কাওছার আহমদ
গত ২৯মে ২০২১ শনিবার সকাল ১১টায় ওসমানীনগরের গোয়ালাবাজারে হযরত শাহজালাল (রহ:) ফাযিল (প্রস্তাবিত কামিল) মাদ্রাসার সামনে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। বক্তব্যে মাদ্রাসার সামনে সিলেট-ঢাকা মহাসড়কে একটা স্প্রীডব্রেকার অথবা ফুট ওভারব্রীজ এবং যাত্রী ছাউনি প্রতিষ্টার দাবি করেন তারা।
মাদ্রাসার কামিল ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল আমিনের সভাপতিত্বে ও ফাযিল ৩য় বর্ষের শিক্ষার্থী আমিনুর রহমান মুন্নার পরিচালনায় সূচিত মানববন্ধনে বক্তব্য রাখেন- দাখিল ১০ম শ্রেনির শিক্ষার্থী রাকিব মিয়া, আলিম ১ম বর্ষের শিক্ষার্থী জাকির আহমদ,আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম সাকিব, ফাযিল ১ম বর্ষের শিক্ষার্থী ইমাদ উদ্দিন, ফাযিল ২য় বর্ষের শিক্ষার্থী ফররুখ আহমদ, তালামীযে ইসলামিয়া ওসমানীনগর’র সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম,তালামীযে ইসলামিয়া ওসমানীনগর’র সভাপতি মাহবুব খাঁন।
মানববন্ধনে উপস্থিথ ছিলেন: তালামীযে ইসলামিয়া ওসমানীনগর’র সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন, মাদ্রাসার সাবেক ছাত্র শুয়েব আহমদ, রাসেল আহমদ, আব্দুল্লাহ আল মামুন, বর্তমান ছাত্র জুনাঈদ আহমদ, আব্দুল জব্বার পলাশ, তোফাজ্জল আলী প্রমুখ।