রফিক তালুকদার, চট্টগ্রাম থেকে
মঙ্গলবার (২৭জুলাই) রাত ২টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বিলিজারপাড়ায় পাহাড় ধ্বসের এ দুর্ঘটনা ঘটে।
একদিন আগেই জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শিবিরে পাহাড় ধ্বসে মারা গিয়েছিলেন ৫জন।
সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জেলার টেকনাফে পাহাড়ধসে নিহত হলেন আরও ৫জন, নিহতরা সবাই একই পরিবারের বলে জানা যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ সংবাদ মাধ্যমকে বলেন, পাহাড় ধ্বসের ঘটনায় ৪ নম্বর ওয়ার্ডের বিলিজার পাড়ার সৈয়দ আলমের তিন ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাড়ির পাশের পাহাড় ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হাফিজুর রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মধ্যরাতে টেকনাফের হ্নীলার ভিলিজারপাড়ায় সৈয়দ আলম নামের এক ব্যক্তির বাড়িতে পাহাড়ধসে ওই পরিবারের ৩ ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। টেকনাফ থানার পুলিশ সদস্যরা এখনো ঘটনাস্থলে রয়েছে।
এদিকে গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠা এলাকা গুলো থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে কক্সবাজার জেলা প্রশাসন।