সাইফুল ইসলাম,রামগড় সংবাদদাতাঃ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে-ময়দানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ – আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বিজিবি’র সদস্যরা।
৪জুলাই (রবিবার ) বাংলাদেশ পুলিশ – আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বিজিবি’র সদস্যরা রামগড় বাজার সহ পুরো উপজেলায় রামগড় থানার (ওসি ) মোঃ সামছুজ্জানের নেতৃত্বে পুলিশ আনসার-ভিডিপি -বিজিবি”র সদস্যদের যৌথ মহড়া ছিলো চোখে পড়ার মতো।
এসময় বাহিনীর সদস্যরা বাণিজ্যিক প্রাণকেন্দ্র রামগড় পৌর শহরের সহ বিভিন্ন জায়গায় জনসচেতনতামূলক প্রচার প্রচারণা, সহ লকডাউন কার্যকরে সাধারণ জণগণ কে সচেতন করেন।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ সামছুজ্জামান বলেন সরকারি ঘোষিত সকল দিক নিদর্শনা যথাযথ ভাবে বাস্তবায়নের লক্ষে আমরা আইনশৃঙ্খলা বাহিনী বন্ধপরিকর এই সময় প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।