নাজমুল হক নওগাঁ জেলা প্রতিনিধি: গত কয়েক দিনের তুলনায় নওগাঁর গ্রামীন বাজার গুলোতে বেড়েছে শীত কালিন শাকসবজির আমদানী। যার ফলে মন প্রতি দাম কমেছে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। এর প্রভাব পড়েছে শহরমুখী বাজারেও কমেছে শাক সবজির দাম। সস্তিতে বাজার করতে পারছেন শহরের সর্বস্তরের মানুষ। আজ বাজার ঘুরে দেখা মিলেছে সকল ধরনের শাকসবজি তুলনামূলক ভাবে দাম কম হওয়ায় খুশি শহরের সর্বস্তরের মানুষ। কিন্তু হতাশার সুর উঠেছে গ্রাম থেকে নওগাঁর শহরে আসা সাধারণ কৃষক এর মুখে। তিনারা জানান হঠাৎ করেই দাম কমেছে আলু, কপি ও শিমের।