দিলোয়ার হোসাইন নানক, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ৪ হাজার প্রান্তিক চাষিদের মাঝে বিনামুল্যে বোর ধানের বীজ বিতরণ করা হয়।করিমগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে রবি ২০২০-২০২১ মৌসুমী বোর ধানের হাইবব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির অংশ হিসেবে ধান বীজ বিতরণ করা হয়।বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় করিমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) তসলিমা নূর হোসেন।প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)স্বপন মাতুব্বর। অন্যান্যের মধ্যে উপসহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।