মেজবা রহমান;নিজস্ব প্রতিনিধি :
বর্তমানে পুরো পৃথিবী থমকে গিয়েছে কোভিড-১৯ এর আক্রমনে। পুরো বিশ্ব গভেষনায় ব্যস্ত কোভিড-১৯ এর টিকা উন্মচনে।
কিন্ত,এদিকে নতুন ধরনের করোনা প্রতিরোধে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে আবারও সন্দেহ প্রকাশ করেছেন গবেষকরা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের বিরুদ্ধে চলমান কোভিডের টিকা কাজ নাও করতে পারে বলে মনে করছেন ব্রিটেনের কয়েকজন গবেষক।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ধরনটি যুক্তরাজ্যের চেয়েও অনেক বেশি সংক্রামক।
ব্রিটেনে গত মাসে করোনার নতুন ধরন শনাক্তের কয়েকদিন পরেই দক্ষিণ আফ্রিকায় করোনার আরো এক ধরন শনাক্তের কথা জানায় আফ্রিকা কর্তৃপক্ষ। নতুন ধরন শনাক্তের পর হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তের টালিতে স্পষ্ট কতটা সংক্রামক করোনার নতুন ধরন।
দক্ষিণ আফ্রিকার করোনাভাইরাসের গুরুত্বপূর্ণ স্পাইক প্রোটিনে অনেক বেশি রূপান্তর হওয়ায় ভ্যাকসিন কার্যক্ষমতা হারাবে বলে দাবি করেন তারা। এ ব্যাপারে
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, গবেষকদের অনেকেই মনে করছেন, করোনার টিকায় এই ভাইরাসকে দমানো সম্ভব নয়।
এদিকে টিকা দিয়েও লাগাম টানা যাচ্ছে না করোনার। এ অবস্থায় আবারও কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, নতুন ধরন শনাক্তের পর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। লকডাউন ঘোষণা করেছে স্কটল্যান্ডও।