স্টাফ করেসপন্ডেন্ট
চট্টগ্রামে গত ২৪ঘন্টায় ১হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছে ৬১১ জনের শরীররে।
এ নিয়ে জেলায় মোট সনাক্তের সংখ্যা হলো ৬২হাজার ২০০।
এ সময়ে করোনায় মারা গেছেন ৪জন, মোট মৃতের সংখ্যা-৭৩৫।
বুধবার (৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্যসূত্রে এসব জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের সরকারি ও বেসরকারি মিলে ১০টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা পজিটিভ আসে ৫৯ জনের শরীরে। এদের মধ্যে ৩৫ জন নগরের এবং ২৪ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা সনাক্ত হয় দিনের সর্বোচ্চ ১৫৫ জনের দেহে। এদের মধ্যে নগরের ১২০ জন এবং বিভিন্ন উপজেলার ৩৫ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৩৩টি নমুনা পরীক্ষা করে ৪৫ জনের শরীরে করোনা সনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪১ জন। বাকি ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়,তাতে ৭৭ জনের শরীরে ভাইরাসটি সনাক্ত হয়। যাদের মধ্যে ৪৬ জন নগরের অধিবাসী, বাকি ৩১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়, তাতে ২৭ জনের শরীরে করোনা সনাক্ত হয়। তাদের মধ্যে ২৪ জনই নগরের, ৩ জন উপজেলার।
এছাড়া, নগরীর বিভিন্ন ল্যাবে এন্টিজেন টেস্ট করানো হয় ২৬১টি নমুনা। তাতে করোনা পজিটিভ আসে ৮৭ জনের। এর মধ্যে ৫৬ জন নগরের এবং ৩১ জন বিভিন্ন উপজেলার।
নগরীর বেসরকারি করোনা পরীক্ষাগারের মধ্যে ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১২১ জনের নমুনা পরীক্ষা করানো হয়, তাতে ৫৬ জনের করোনা সনাক্ত হয় । যাদের মধ্যে ৫৪ জনই নগরের, ২ জন উপজেলার।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪০টি নমুনা পরীক্ষা করে ২৭ জন করোনা রোগী পাওয়া যায়। যাদের ২৪ জন নগরের এবং ৩ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করে ১৫ জন করোনা রোগী পাওয়া যায়। যাদের ১৩ জন নগরের, ২ জন উপজেলার। চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ৫১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৬ ও উপজেলার ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়। ইপিক হেলথ কেয়ারে গত ২৪ ঘণ্টায় ৭৬ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ৩৭ জনই নগরের, বাকি ৬ জন উপজেলার।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৩ জনের নমুনা পরীক্ষা করে উপজেলার ২ জনের নমুনায় করোনা সনাক্ত হয।
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি সনাক্ত রোগী পাওয়া যায় সীতাকুণ্ডে। সেখানে ৩২ জনের দেহে ভাইরাসটি ধরা পড়ে । এছাড়া মিরসরাইয়ে ২৪ জন, ফটিকছড়িতে ১১ জন, হাটহাজারীতে ১৮ জন, রাউজানে ১৯ জন, রাঙ্গুনিয়ায় ১০ জন, লোহাগাড়ায় ১ জন, বাঁশখালীতে ২ জন, পটিয়ায় ১৪ জন, আনোয়ারায় ১০ জন, সাতকানিয়ায় ৩ জন এবং চন্দনাইশ ও সন্দ্বীপে ১ জন করে করোনা রোগীর হদিস মিলে।