রোকন বিশ্বাস-ষ্টাফ রিপোর্টার-ঢাকাঃ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লক-ডাইনে বাংলাদেশ দূরবর্তী যাত্রীর ভাড়া এখন তিনগুন।।
ঢাকা থেকে দূরবর্তী যাত্রীদের কাছ থেকে ভাড়ার কথা বলে টাকা নেওয়া হচ্ছে তিন গুন।যাত্রীরা উপায় অন্ত না দেখে বেশি টাকা দিয়েই নিজ বাড়ী ফিরছে।
বর্তমান বাইক চালক জানিয়েছেন,আমাদের গাড়ী চালিয়ে যাওয়া অনেক কষ্ট কর এবং সকল প্রকার বাইকার রাইডাররা যাত্রীকে সম্পূর্ণ রুপে নিয়ন্ত্রণ করেই নিয়ে যাওয়া হয় এবং কিছু কিছু যুক্তি দেখান যাত্রীদের সেই কথার যুক্তিতে হয়তো আকজে যাত্রীরা ভোগান্তীর স্বীকার হয়েছে।পর্যাপ্ত পরিমানে ভাড়া বৃদ্ধি করে নিয়েছে বাইকার রাইডার এবং প্রাইভেট কার চালকগন।এতে বড় বিপাকে আছে সাধারণ জনগন।
সাধারণ জনগন জানিয়েছেন,লক-ডাইন দিয়ে বর্তমান আমরা সাধারণ জনগন এখন আছি অনেক বড় বিপদে।
পুলিশ প্রশাসনের নেই কোন তৎপরতা।
সাধারণ জনগন মনে করেন এই সকল চালকদের সাথে প্রশাসনের যোগসূত্র আছে।মোটর বাইকে চলাচল করলে করোনা ভাইরাস থেকে কি করে সম্ভব হবে মুক্তি পাওয়া।একটা মোটর সাইকেলে যাত্রী তিনজন করে নিয়ে বাসার উদ্দেশ্য পোঁছে দেওয়া হচ্ছে মোটা অংকের টাকার বিনিময়ে।।