মোঃ এমদাদুল হক,স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ জেলার, কলমাকান্দা উপজেলায়, লেঙ্গুরা ইউনিয়নের, কান্দাপাড়া গ্রামে বাড়ি মোছাঃআমেনা খাতুনের, স্বামী মৃত শামসুদ্দিন।
রয়েছে সীমান্তঘেঁষা সাত শহীদের সমাধিস্থলের পাশেই তার বসবাস আমেনা খাতুন প্রতিদিন মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত স্থানটি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে থাকেন।
আগন্তকদের ফেলে যাওয়া পরিত্যক্ত বর্জ্য সরিয়ে স্থানটিকে পরিচ্ছন্ন করে রাখেন। একাকী জীবন কাটাতে তিনি বেছে নিয়েছেন এই পরিচর্যার কাজ। তার মতে এতে শহীদদের আত্মা শান্তি পাবে।
এ খবর টুকু উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানার গোচরীভূত হলে তিনি আমেনাকে দেখা করতে বলেন।
আজ এই তুমুল বৃষ্টির দিনে আমেনা চলে আসে উপজেলা চত্বরে। তার মুখের বিস্তারিত বিবরণ শুনে উপজেলা নির্বাহী অফিসার আবেগে আপ্লুত হয়ে পড়েন। তৎক্ষণাৎ তিনি একটি মোবাইল ফোন কিনে দেন পরবর্তীতে বিধবা ভাতা ও একটি সরকারি ঘর দেওয়ার নিশ্চয়তা প্রদান করেন।
এমন একজন দেশপ্রেমিক মহিলাকে কলমাকান্দা পরিবার এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।