উপজেলা প্রতিনিধি(ত্রিশাল)ঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্ম বার্ষিকীতে -নজরুল এর সাংবাদিকতা জীবনের অনুপ্রেরণায় গঠিত হলো কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদ।
গবেষণা ও বুনিয়াদি প্রশিক্ষণে সাংবাদিকদের ভীত শক্ত করা এ সংসঠনের মূল উদ্দেশ্য।
নৈতিক সাংবাদিকতাকে মূলমন্ত্র নিয়ে আত্মপ্রকাশিত এ সংসদে সভাপতি হিসেবে জনাব,
আহসান হাবিব বিএসসি(সম্মান)
জনাব,আবুল খায়ের এমএ কে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।
নবগঠিত কমিটি জাতীয় কবির ম্যুরালে পুষ্পস্তবকের মাধ্যমে অনানুষ্ঠানিক যাত্রা শুরু করলো
এক বিশষ বক্তব্য সভাপতি, আহসান হাবিব বলেন-
সেলফ সেন্সরশিপ নয়,নৈতিক সাংবাদিকতা কে প্রস্ফুটিত করা আমাদের মূল লক্ষ্য।
সমষ্টিগত ভাবে পর্যালোচনা অনুসন্ধিতসায় সঠিক সংবাদ প্রচারই আমাদের উদ্দেশ্য।
পরস্পর বিরোধী নয়,ঐকমতে নিজেদের দক্ষ করে গড়ে তোলা,
একে অপরের সৌহার্দ্য সম্পর্ক সৃষ্টি করে কাজ করতে আমরা কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদ গঠন করেছি।
এ বিষয়ে তিনি সর্বস্তরের মানুষের সহযাগীতা কামনা করেন।