মোঃ এমদাদুল হক, স্টাফ রিপোর্টারঃ
ঝালকাঠির জেলার, কাঠালিয়া উপজেলার ৬৯ নং পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মর্জিনা বেগম (২৮) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………..রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ ঢাকার মালিবাগে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ আগষ্ট রোববার রাত ১০ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মর্জিনা বেগম উপজেলার পূর্ব ছিটকী গ্রামের গোলাম মোস্তফা হাওলাদারের মেয়ে। চার মেয়ের মধ্যে সে দ্বিতীয় ছিল।
তার মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ.এম রকুনুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন এবং প্রাথমিক পরিবারের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ গভীর শোক প্রকাশ করছেন। সোমবার (২ আগষ্ট) সকাল ১০ টায় নিজ বাড়ীতে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য,এক সপ্তাহ পূর্বে উপজেলার তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের সাবেক সহকারি অধ্যাপক, শহীদ রাজা ডিগ্রী কলেজ ও ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজের সাবেক অধ্যঃ মো. মোশাররফ হোসেন মামুন ও নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রশান্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।