সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)
‘সমবায়ই শক্তি, কাপাসিয়ার মুক্তি’ এই প্রতিপাদ্যকে নিয়ে গাজীপুরের কাপাসিয়া সমবায় অধিদপ্তর ও সমবায়ীদের আয়োজনে সমবায় উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদের বালুমাঠে এ সমাবেশ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গতাজ কন্যা ও সংস্কৃতি বিষয় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড মো. আমামত হোসেন খান, ইউএনও ইসমত আরা, উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মোর্শেদ মৃধা, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সমবায়ী মোহাম্মদ তাজ উদ্দিন, নুরুল আমীন সিকদার, কামাল হোসেন,। সিমিন হোসেন রিমি এমপি বলেন কাপাসিয়া উপজেলায় সমবায়কে মডেল হিসেবে প্রতিষ্ঠাত করতে হবে। তরুণ উদ্যোক্তাদের কাজে লাগিয়ে ২৩১ গ্রামের উন্নয়ন ঘটাতে হবে। কৃষি ভিত্তিক ও সবুজ অর্থনৈতিকে গুরুত্ব দিয়ে কাজ করলে সমবায়ের বিপ্লব ঘটবে। সমবায়ীদের আয়োজনে লোকজ সংস্কৃতির অনুষ্ঠান ও প্রধান অতিথি ও সভাপতি কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।