সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)
কাপাসিয়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উদ্যোগে ও স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপির সহযোগিতায় অসহায় শীতার্তদের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ থেকে ১১ ইউনিয়নের আওয়ামী লীগ ৯৯টি ওয়ার্ডে নেতৃবৃন্দের হাতে এ কম্বল তুলে দেয়া হয় । ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শহিদুল্লাহ , সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম , দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সিকদার,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইমান উল্লাহ ইমু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এমদাদুল হক, কড়িহাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মোল্লা মতিন, সন্মানিয়া ইউনিয়ন আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক আঃ হক, শিক্ষক নেতা মনিরুজ্জামান মনির,কাপাসিয়া ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রোকৌশলী মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অর্থায়নে উপজেলা
শীতার্তদের অসহায় মানুষ মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।